————————-
আর্থিক এবং সামাজিকভাবে পিছিয়ে থাকা পরিবারের ছেলে-মেয়েদের শিক্ষা-সংস্কৃতির পাশাপাশি শারীরিক ও মানসিকভাবে বিকাশ সাধনের লক্ষ্যে ২০১৪ সালে গড়ে তুলি সম্পূর্ণভাবে অবৈতনিক প্রতিষ্ঠান ‘অবৈতনিক শিক্ষাদান ও শিশু বিকাশ কেন্দ্র’। এই কেন্দ্রে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীদের সপ্তাহে তিনদিন সম্পূর্ণ বিনামূল্যে পড়াই। এটি কোন N.G.O. নয়। N.G.O. হিসাবে গড়ে তোলার মানসিকতাও আমার নেই৷ যতদিন পারবো নিজের উদ্যোগে এই পড়ুয়াদের জন্য কিছু করার চেষ্টা করবো। যখন একক উদ্যোগে পারবো না, তখন হয় কেন্দ্রটি বন্ধ করে দেবো। আর না হয় আপনাদের সাহায্য নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো।

প্রতিবছর পড়ুয়াদের শিক্ষাসামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি তাদের ঈদ এবং পুজোয় নতুন পোশাকও প্রদান করা হয়। এবছরও তাই করা হয়েছে। এছাড়াও তাদের নিয়ে বনভোজন এবং ক্রীড়া ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার ব্যবস্থা করে থাকি।

স্বভাবতই প্রতিবছরের মতো এবছরও ‘অবৈতনিক শিক্ষাদান এবং শিশু বিকাশ কেন্দ্র’ এর পড়ুয়া ছাত্রদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছিল আজ (১৫/১০/২৪) মঙ্গলবার। জি টি আই স্কুলের মাঠে। আজকে ২২ জন ছাত্র ক্রিকেট খেলায় অংশ নেয়। সকাল সাড়ে নটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এই খেলা চলে। দু’টি দলে ভাগ করে পর পর তিনটি প্রতিযোগিতা হয়। প্রতিযোগিতা শেষে জয়ী দল, রানার আপ দলের ক্যাপ্টেনের হাতে তুলে দেওয়া হয় বিশেষ স্মারক। এছাড়াও একজনকে ম্যান অফ দা টুর্নামেন্ট এবং দু’জনকে ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার তুলে দেন খেলা দেখতে আসা অভিভাবকরা। প্রত্যেক ছাত্র এবং অভিভাবকদের জন্য ছিল টিফিনের ব্যবস্থা।

সবাই খুব ভালো থাকবেন। সবাইকে শুভ বিজয়া।
কুশলকুমার বাগচী
প্রতিষ্ঠাতা ও শিক্ষক : অবৈতনিক শিক্ষাদান ও শিশু বিকাশ কেন্দ্র
খাগড়া, বহরমপুর, মুর্শিদাবাদ
১৫/১০/২০২৪


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.