সল্টলেক সেক্টর V-র আইটি হাব রঙে ভরে উঠল সবুজ-সাদায়। প্রায় 1200 ছাত্রছাত্রী, অধ্যাপক, বিশিষ্ট অতিথি ও বিশেষভাবে সক্ষম শিশু একত্রিত হলেন মানসিক স্বাস্থ্য সচেতনতার বার্তা ছড়াতে। উদ্যোগের আয়োজক ছিল আইইএম–ইউইএম গ্রুপ, সহযোগিতায় লায়ন্স ক্লাব অব কলকাতা আইইএম ও লায়ন্স ক্লাব অব কলকাতা সল্টলেক আইইএম। ‘আইইএম ইউনাইটেড ফর ওয়েলনেস’ শিরোনামে অনুষ্ঠিত এই র্যালিতে গান, নাটক ও পথনাটিকার মাধ্যমে ছড়িয়ে পড়ে সহমর্মিতা ও আশার বার্তা— ঠিক না থাকাটাও ঠিক আছে, শুনুন, সহায়তা করুন, আরোগ্য আনুন। প্রফেসর ড. সত্যজিৎ চক্রবর্তীর উদ্বোধনে শুরু হওয়া কর্মসূচি শেষে মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে ঐক্য ও আরোগ্যের অঙ্গীকারে পরিসমাপ্তি ঘটে।
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.
