অরিত্র দাশগুপ্তর উদ্যোগে এবং পরমানু কালচারাল ফাউন্ডেশনের আয়োজনে শিশির মঞ্চে অনুষ্ঠিত হয়ে গেল এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এদিন পরিবেশিত হয় রবীন্দ্রসঙ্গীত থেকে আধুনিক, লোকসঙ্গীত, স্বদেশ পর্যায় সহ নানা স্বাদের গান। অংশগ্রহণে ছিলেন সঙ্গীতশিল্পী অরিত্র দাশগুপ্ত এবং তার ছাত্র-ছাত্রীরা। সকলেই একক সঙ্গীত পরিবেশন করেন। অরিত্র’র কণ্ঠে ভালো লাগে ‘আমি যে জলসাঘরে’ এবং ‘জীবনে কি পাবো না’ গান দুটির পরিবেশনা।
এদিন নব নালন্দা সঙ্গীত শিক্ষায়তনের নিবেদনে ছিল নৃত্যনাট্য ‘হোরি খেলা’। একক সঙ্গীত পরিবেশনে ছিলেন শুভেন্দু ঠাকুর এবং সুপ্রিয় সিনহা। নৃত্য পরিবেশনে ছিলেন নৃত্যশিল্পী শর্মিলি বিশ্বাস এবং তার ডান্স ট্রুপ, ভাষ্যপাঠে স্নেহাশিস রায়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নালন্দার অধ্যক্ষ অরিজিৎ মিত্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী গৌরব সরকার, চন্দ্রিকা ভট্টাচার্য এবং ঋক বসু। তারাও এদিন একটি করে একক সঙ্গীত পরিবেশন করেন। অরিত্র দাশগুপ্তর পক্ষ থেকে এদিন অতিথিদের সম্মাননা জ্ঞাপন করা হয়। এদিনের সমগ্র অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন পরমাণু কালচারাল ফাউন্ডেশনের কর্ণধার পার্থ প্রতিম চক্রবর্তী এবং মনিদীপা চক্রবর্তী। সহযোগিতায় ছিলেন রুনা দাশগুপ্ত, সঞ্চালনায় শৌভিক মজুমদার এবং মধুমিতা বসু।
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.