এস,আর ,বি নিউজ,দক্ষিণ কলকাতা:১৬ই জানুয়ারী সন্ধ্যায় দক্ষিণ কলকাতায় লেকভিউ রোডে সাধারণের স্কিন ও হেয়ার ট্রিটমেন্ট এর অত্যাধুনিক পরিষেবা কেন্দ্র অরো র উধবোধন হয়।

এই পর্বের প্রদীপ জ্বালিয়ে শুভ সূচনা করেন রাসবিহারী কেন্দ্র র বিধায়ক ও মেয়র পারিষদ দেবাশীষ কুমার।এছাড়াও এদিন বিশিস্ট নৃত্য প্রশিক্ষক ইন্দ্রানী গাঙ্গুলি র পাশাপাশি উপস্হিত থাকেন এই কেন্দ্র র ভারপ্রাপ্ত চিকিৎসক ডা শৌর্য ঘোষ ,স্থাণীয় পৌরপ্রতিনিধি মনীষা বোস, তপব্রত মৈত্র,আলপনা মৈত্র নেহা ব্যানার্জি,সুমনা বৈরাগ্য সহ বেশ কিছু বিশিষ্ট ব্যক্তিত্ব।

ত্বক, চুলের মত সৌন্দর্য্য বহনকারী দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের পরিচর্চা র জন্য বেশ আধুনিক দেশী ও বিদেশী মেশিনের মাধ্যমে তার স্বাভাবিক উজ্জ্বলতা ফিরিয়ে আনা যায় তার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন ‘অরো’র প্রধান আধিকারিক দিশারী মৈত্র। তার এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন ইন্দ্রানী গাঙ্গুলি।সব মিলিয়ে বলা যেতেই পারে এই উদ্যোগে মানুষ যেমন সৌন্দর্য্যের ফিরে পাবার ঠিকানা পাবে সাথে সাথে বেশ কিছু মানুষের কর্মসংস্থান হতে পারে এই প্রতিষ্ঠানের মাধ্যমে।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.