মহানায়ক উত্তমকুমারের ৯৭ তম জন্মদিন উপলক্ষ্যে “ঝুমুর কলা সঙ্গম” আয়োজিত ২৫ তম “স্মৃতির আলোকে উত্তমকুমার” অনুষ্ঠানের দ্বিতীয় দিনে ৩ সেপ্টেম্বর হাওড়া রেলওয়ে স্টেশনের বিপরীতে “উত্তম উদ্যান”-এ উত্তম কুমারের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করছেন আয়োজক সংস্থার সম্পাদক সমীর ভট্টাচার্য ও অভিনেতা তথা সমাজসেবী শিবু দে ।
প্রথম দিনে ২ সেপ্টেম্বর কলকাতা প্রেস ক্লাবে “উত্তম রত্ন” সন্মানে সন্মানিত করা হয় “প্রচার অঙ্কন শিল্পী – গৌতম বরাট”, “অভিনেতা- সুদীপ মুখার্জী”, “অভিনেত্রী – ইন্দ্রানী দত্ত”, “সঙ্গীত পরিচালক – উপালী চট্টোপাধ্যায়”, “সঙ্গীত শিল্পী – দেবারতি দাশগুপ্ত সরকার”, “সঙ্গীত প্রশিক্ষক – অনুশীলা বসু”, “উদ্যোগপতি – প্রকাশ আগরওয়াল”, “নাট্যকর্মী – উৎসব দাস”, “সমাজসেবী – শঙ্কর দাস” এবং “সাংবাদিক – মানস বসাক” কে ।
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.