২১ ডিসেম্বর ২০২৪ শিয়ালদহের কৃষ্ণপদ ঘোষ ট্রাস্ট মেমোরিয়াল হলে ৭৫ জন কবি সাহিত্যিকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়ে গেল কবিতা কুটির সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন ও অরিত্র প্রকাশনীর বেশ কিছু একক গ্রন্থ প্রকাশ।


কলকাতা শহর ছাড়াও বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর, হুগলী, হাওড়া ও মুর্শিদাবাদের বিভিন্ন জায়গার কবি সাহিত্যিকরা উপস্থিত ছিলেন এই সাহিত্যের অনুষ্ঠানে।

অনুষ্ঠান মঞ্চে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও চিত্র পরিচালক নির্মাল্য বিশ্বাস, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় বিশিষ্ট কবি শ্রী সদ্যোজাত ও বিশিষ্ট সাহিত্যিক ধূর্জটি সেনগুপ্ত মহাশয় সহ সাহিত্য জগৎ এর প্রায় ৭৫ জন কবি সাহিত্যিক। সকল কবি সাহিত্যিকদের উপস্থিতিতে প্রদীপ জ্বালিয়ে, উদ্বোধনী সঙ্গীত ‘আগুনের পরশমণি’ গানের পর মোড়ক উন্মোচন হয় কবিতা কুটির সাহিত্য পত্রিকার উৎসব সংখ্যা “জাগো উমা জাগো”র। ” জাগো উমা জাগো ” সংখ্যায় কলম ধরেছেন এপার বাংলা ও ওপার বাংলার ১০৫ জন কবি সাহিত্যিক। উক্ত সাহিত্য অনুষ্ঠানে “জাগো উমা জাগো” উৎসব সংখ্যা ছাড়াও প্রকাশিত হয় অরিত্র প্রকাশনীর আরো একটা সাহিত্য সংকলন “সৃষ্টি”। “সৃষ্টি” সাহিত্য সংকলনে প্রকাশিত হয় পশ্চিমবঙ্গের চল্লিশ জন কবি সাহিত্যিকের লেখা। উক্ত অনুষ্ঠানে সকল কবি সাহিত্যিক বন্ধুকে কবিতা কুটির সাহিত্য পত্রিকা ও অরিত্র প্রকাশনীর পক্ষ থেকে শারদ সম্মান -২০২৪ স্মারক প্রদান করা হয়।

Daily writing prompt
Are you a good judge of character?

এছাড়াও কালকের সাহিত্য অনুষ্ঠান থেকে প্রকাশিত হয়েছে অরিত্র প্রকাশনীর একাধিক একক কাব্যগ্রন্থ। তার মধ্যে উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল মাননীয় খোকন দাস মহাশয়ের কাব্যগ্রন্থ “পদ্মপাতায় একবিন্দু ভালোবাসা”, মাননীয় কমল হালদার মহাশয়ের কাব্যগ্রন্থ “মনের ক্যানভাসে”, মাননীয়া পৃথা ঘোষ দাশগুপ্ত মহাশয়ার একক কাব্যগ্রন্থ “এক টুকরো আলো”, মাননীয় শংকর কুমার রায় মহাশয়ের একক কাব্যগ্রন্থ “ভালোবাসার রঙ” ও মাননীয় রাজীব মল্লিকের কাব্যগ্রন্থ “ভালবাসি নীল রঙ”, উন্নীত কর্মকারের একক কাব্যগ্রন্থ “শিশু কবির হাতছানি”, মাননীয় সাহিত্যিক ধূর্জটি সেনগুপ্ত মহাশয়ের একক কাব্যগ্রন্থ “প্রাঙ্গণের বাহারে” ও মাননীয় সুজন চক্রবর্তী মহাশয়ের একক কাব্যগ্রন্থ “পর্ণমোচী”। কবিতা কুটির সাহিত্য পত্রিকা ও অরিত্র প্রকাশনীর পক্ষ থেকে এই সাহিত্য অনুষ্ঠানে যে সমস্ত কবি, সাহিত্যিক বন্ধু উপস্থিত ছিলেন সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন অরিত্র প্রকাশনীর কর্ণধার অতনু নন্দী।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.