“
নিজস্ব প্রতিনিধি : এ যেন রথ দেখা আর কলা বিক্রি করার ঘটনা। কেনো উল্লেখ করলাম এই প্রবাদ বাক্যটি। পরিষ্কার করে বলি তাহলে। উত্তর পূর্ব ভারত সাহিত্য স্মরণ সভায় এসে এমন একজন মানুষের সঙ্গে পরিচয় হলো যেটা আমার সাংবাদিক জীবনে প্রথম। আলাপচারিতার মধ্যে পরিচয় হলো কবি ও ইংরেজির খ্যাতনামা শিক্ষক ডক্টর স্বপন কুমার নাথ এর সঙ্গে।
কবি স্বপন কুমার নাথ এর বাচনভঙ্গি বেশ মনোরম এবং একটা চুম্বকীয় আকর্ষণ আছে ওনার বলার ভঙ্গিতে। কথায় কথায় জানতে পারলাম উনি প্রথম জীবনে হাওড়ার ডোমজুরের জে. ডি. আই. হায়ার সেকেন্ডারি স্কুল চাকরি করেছেন প্রায় পঁচিশ বছর। তারপর ২০২১ এ উত্তর চব্বিশ পরগনার অন্তর্গত পানিহাটি ত্রাণ নাথ হাই স্কুলে যোগদান করেছেন। এবং এখানেই শিক্ষকতা করছেন। কথায় কথায় কবি বললেন এখানে ওনার সকল সহকর্মীর আন্তরিক ব্যবহার আর কবিতা লেখার ব্যাপারে উৎসাহ যোগানো কবির এক বাড়তি পাওয়া। কবি যেহেতু ইংরাজি বিষয়ের শিক্ষক তাই কবি চাইছেন বাংলা মিডিয়াম স্কুলগুলো ছাত্রের অভাবে ধুঁকছে সে ব্যাপারে সচেষ্ট হয়ে বিদ্যালয়ের মধ্যে ইংরাজি মিডিয়াম চালু করা যায় কিনা সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ চালিয়ে যাওয়া। ইংরাজি মাধ্যম করতে পারলে, ইংরাজি মিডিয়াম স্কুল অভিমুখ ছাত্রদের আমাদের মত বিদ্যালয়ে আনা যাবে।
কবির স্কুলের ব্যাপারে এই ভাবনা বেশ স্বস্তিদায়ক ভবিষ্যতের জন্য। আশা রাখি কবি ডক্টর স্বপন কুমার নাথ এর এই আন্তরিক ইচ্ছা ও অভিলাষ সার্থক রূপ ধারণ করবে।
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.