
কলকাতা ইন্টারন্যাশনাল মাইক্রো ফিল্ম ফেস্টিভ্যালে রিজিওনাল ক্যাটাগরিতে পুরস্কৃত হল নির্মাল্য বিশ্বাস পরিচালিত তিনটি ফিল্ম। পঁচিশটি দেশের পঁচানব্বইটি ফিল্ম প্রদর্শনের জন্য মনোনীত হয় এই ফিল্ম ফেস্টিভ্যালে। নির্মাল্য বিশ্বাস নিজে পেলেন দুটি এওয়ার্ড। ‘হলুদ বসন্ত’ ফিল্মে অভিনয়ের জন্য তিনি পেলেন বেস্ট সাপোর্টিং এক্টর এওয়ার্ড। তাঁর কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত ‘বৃষ্টি ভেজা আকাশ’ এর জন্য তিনি পেলেন বেস্ট স্ক্রিন-প্লে এওয়ার্ড।

এছাড়াও তাঁর চিত্রনাট্য ও পরিচালিত ‘জলতরঙ্গ জীবন’ এর জন্য রীতা ঘোষ পেলেন বেস্ট স্টোরি এওয়ার্ড। মৌলালী যুব কেন্দ্রে ফেস্টিভ্যালের এওয়ার্ড সেরেমনিতে উপস্থিত ছিলেন অভিনেতা অরিন্দম গাঙ্গুলী, দেবদূত ঘোষ, চিত্রপরিচালক শতরূপা সান্যাল, সাহিত্যিক চুমকি চট্টোপাধ্যায়, জয়তী রায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় সহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ফেস্টিভ্যালের চেয়ারপার্সন নীলাঞ্জন ভৌমিক জানান, চলচ্চিত্র উৎসবে একে অন্যের ছবি দেখে পরষ্পরকে উৎসাহ দিলেই তাঁদের এই প্রচেষ্টা সার্থক।
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.