৮ ই সেপ্টেম্বর বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাগৃহে কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর ও কিশোর কুমার কে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এস এন মিউজিকের “আজ হৃদয়ে ভালোবেসে” অনুষ্ঠানে স্মারক সম্মান দেওয়া হলো চিত্র সাংবাদিক রাজেন বিশ্বাস কে।এই স্মারক তুলে দিলেন এস এন মিউজিকের কর্ণধার নীলাঞ্জনা মাইতি ও এই সংস্থার প্রেসিডেন্ট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গীটার বাদক পন্ডিত স্বপন সেন।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.