চলছে চড়ুইভাতির মরসুম আর এই সময় মুর্শিদাবাদ এর অন্যতম স্বেচ্ছাসেবী সংস্থা সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক ও প্রকৃতিপ্রেমী সঞ্জীব দাসের উদ্যোগে লালবাগ মতিঝিল পার্কে চড়ুইভাতি করতে আসা বহু মানুষদের উপহার দেওয়া হলো চারাগাছ। সুস্থ পরিবেশ গড়তে বিভিন্ন প্রজাতির চারাগাছ উপহার দেওয়া হল।

চারাগাছের মধ্যে ছিল গোলাপ, কাঁঠাল, লেবু, পেয়ারা, মেহেগিনী ইত্যাদি। উপস্থিতি ছিলেন ট্রাস্টের সম্পাদক ও প্রকৃতিপ্রেমী সঞ্জীব দাস, সভাপতি রাধারানী দাস, সাগরদিঘি মডেল স্কুলের কর্ণধার কাজী সেলিমুউদ্দিন, ট্রাস্টের অন্যান্য সদস্য মিঠুন দাস, রাহুল ভকত, মির্জা জজবুল, আজাহার শেখ, সামাদ শেখ, সাবির মন্ডল, সুজন দাস, জায়েদ শেখ, বিশ্বজিৎ সাহা, সাবিরুল শেখ, সুমন শরীফ, মতিউর মল্লিক, সুরাজ মন্ডল সহ অনেকেই। নিজেদের আনন্দের মাঝেও কিভাবে প্রকৃতি ও মানুষের জন্য কিছু করা যায় তার এক অপরূপ দৃষ্টান্ত তুলে ধরলো উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট।

চড়ুইভাতি করতে এসে বিভিন্ন রকমের চারাগাছ উপহার পেয়ে খুশি সকলেই। প্রকৃতিপ্রেমী সঞ্জীব দাস বলেন “মানবকল্যানে ও পরিবেশ রক্ষার স্বার্থে আমাদের এরকম চারাগাছ বিতরণ কর্মসূচী আমরা প্রায় বিভিন্ন ভাবে করে থাকি। মিশন গ্রীন ইউনিভার্স ফাউন্ডেশনের কর্ণধার অর্ধেন্দু বিশ্বাস আমাদের চারাগাছ দিয়ে বিশেষ ভাবে সহযোগিতা করেন সবসময় আমি উনাকে বিশেষ ভাবে ধন্যবাদ জ্ঞাপন করি। “


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.