
“
নিজস্ব সংবাদদাতা:
অতি সম্প্রতি প্রকাশ পেলো একটি সাহিত্য পত্রিকা” ছাড়পত্র” কলকাতার ভুপেশ গুপ্ত ভবনে। উপস্থিত হয়েছিলেন বিশিষ্ঠ সাহিত্যিক সাধন চট্টোপাধ্যায় , মধুমিতা রায়-(সম্পাদিকা ) শ্রীমতী নন্দিতা সেন বন্দ্যোপাধ্যায়, দেবাশীষ রায়, শ্রী দেবারুন রায়, কৃষ্ণেন্দু ভৌমিক, ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কবি ডক্টর স্বপন কুমার নাথ। কবি স্বপন কুমার নাথ ও বিশিষ্ঠ সাহিত্যিক সাধন চট্টোপাধ্যায় অনুষ্ঠানের সূচনা করেন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে। অনুষ্ঠানে বেশ কিছু কচি কচি গান ও নাচ পরিবেশন করেন। সাহিত্যিক সাধন চট্টোপাধ্যায় তাঁর ভাষণে বর্তমান সময় কে তুলে ধরেছেন এবং বাঙালি যে তার স্বকীয়তা হারাচ্ছে সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। কবি ডক্টর স্বপন কুমার নাথ তার স্বরচিত কবিতা পাঠ করছেন যা শ্রোতাদের মন জয় করেছে। পত্রিকার সম্পাদিকা বললেন এই পত্রিকা প্রকাশে দেবদূতের মতো এগিয়ে এলেন বিশিষ্ঠ সাহিত্যিক শ্রীযুক্ত সাধন চট্টোপাধ্যায় স্বয়ং।অনভিজ্ঞ সৃজন কর্মীদের মাথায় রাখলেন আশীর্বাদের হাত। দাদার মত পাশে দাঁড়ালেন আজকাল পরশুর সম্পাদক শ্রী শশাঙ্ক দাস বৈরাগ্য।পাশে পেলাম প্রবাদ প্রতীম নাট্য ব্যক্তিত্ব শ্রী যুক্ত চন্দন সেন মহাশয় কে। আর উপরি পাওনা বলতে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কবি ডক্টর স্বপন কুমার নাথ কে পাশে পাওয়া।এই পত্রিকা যদি অনাগ্রহী পাঠক কেও বইমুখী করে তুলতে পারে, তবে সেটাই হবে ছাড়পত্রের পরম প্রাপ্তি। বই বিমুগদ্ধতায়,মগ্নতায়, চিন্তনে ও সৃজনে এক নতুন বিশ্বের উন্মেষ ঘটুক।
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.