বাংলায় একটা প্রবাদ আছে, যে রাঁধে সে চুলও বাঁধে। তাই একজন মানুষ, সম্ভব হলে, দুটো তিনটে কাজ করতেই পারেন। সুজয় বিশ্বাসকে তাই বলা যেতেই পারে একই অঙ্গে এত রূপের একজন ! সত্যি কথা বলতে কি, তাঁর কথা শুনতে শুনতে মনে হচ্ছিল, এরকম মানুষ দেখিনি তো আগে।


ভাবছেন তো কে এই সুজয় বিশ্বাস। টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি র সিইও । কিন্তু আদতে তিনি মনে প্রাণে একজন মোটিভেশনাল স্পিকার। অনেক দিন ধরে হাই নিউজে ‘সঙ্গে সুজয়’ বলে এই ধরণের একটি অনুষ্ঠানও চালান। সেই অনুষ্ঠানে আসেন তাবড় সেলিব্রেটিরাও। এই অনুষ্ঠান চালাতে চালাতে তিনি লক্ষ্য করেন, চেনা নাম চেনা মুখের কথা মানুষ শুনতে চায়। ঠিক করেন, নিজের মুখটাও চেনাতে হবে। তাই সুযোগ আসতেই লুফে নেন অভিনয়ের প্রস্তাব।


লীনা গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত সিরিয়াল ‘খড়কুটো’য় তাঁকে দর্শক দেখেছেন। তাছাড়া, ‘ম্যারেজ এনিভার্সারী’, ‘ভালবাসা ডট কম’ এইসব ফিল্মেও তিনি ভালই অভিনয় করেছেন। এবার তাঁর নতুন ছবি পরিচালক দেবজিত হাজরার থ্রিলার ‘তুরুপের তাস’।
কথা বলে বোঝা গেল, ইয়ং ট্যালেন্টেড দেবজিতের সঙ্গে কাজ করে তিনি খুবই খুশী। আশ্চর্যের কথা, এই ছবির অফার তাঁর কাছে আসে ফেসবুক মারফৎ ! প্রথম দিনের অভিনয় শেষে দেবজিত তাঁকে শুধু বলেন, তাঁর কাজ ভাল হয়েছে। প্রথম দিনেই অল্প পরিচিত একজনকে এই কথা বলতে দম লাগে, চওড়া মন না হলে পারা যায়না,


এই ছবিতে সুজয় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আর রজতাভ দত্ত রাজনীতিবিদ। তাই স্ক্রিনও শেয়ার করেছেন দুজনে। রনিদার মত সিনিয়র অভিনেতার সঙ্গে কাজ করে তিনি আনন্দিত ও গর্বিত। এমনকি একটা দৃশ্যে দুজনের হাতাহাতিও আছে। এই সিনের শ্যুটিংয়ের আগে দুজনে কথাও বলে নেন।
সৌরভ দাস আর সুজয় বিশ্বাস, দুজনেই সাউথ পয়েন্টের ছাত্র। অতএব একটা দুর্বলতা দুজনেরই আছে। সুজয়ের মতে, এই ফিল্ম সৌরভের জীবনে গেম চেঞ্জার হতে পারে। তাঁর কথায়, এই ছবিতে সৌরভ ভীষণই একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। আগে তাঁর কাজ খুব একটা দেখেননি। তবে ‘তুরুপের তাস’ এ সৌরভের অভিনয় সুজয়ের ভাল লেগেছে অকপটে স্বীকার করলেন।
ভবিষ্যতেও সুজয় বিশ্বাস পাঁচমেশালী কাজের পাশাপাশি, অভিনয়ও করতে চান। তাঁর কথায়, চরিত্র ছোট হোক, কিন্তু গুরুত্বপূর্ণ যেন হয়।
গানটাও ভালই গান সুজয়, চুপিচুপি এখানে বলে রাখি। গান তাঁর নেশা। তাই একই সঙ্গে গানও চালিয়ে যেতে চান। বলতে ভুলে গেছি, সুজয় তাঁর স্ত্রী ও মেয়ে, তিনজনের ত্রয়ী নামে একটা ব্যান্ডও আছে। এমনকি তাঁরা রীতিমত অনুষ্ঠানও করেন।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.