
আজ ২৩শে জানুয়ারী ২০২৫, কলকাতা প্রেস ক্লাবের সভাঘরে নেতাজী সুভাষচন্দ্রের জন্মদিন উপলক্ষ্যে যে সমস্ত ক্রীড়া সংস্থার দের সন্মানিত “বীর যোদ্ধা” সম্মান” আয়োজন করতে চলেছি, সময় বিকাল৩:০০মি: থেকে বিকাল৪টে পযন্ত । উক্ত আমরা দক্ষিণ হাওড়া মুক্তধারা ও অলক ফাউন্ডেশন ও নারায়ণ সুপারস্পেশালিটি হাসপাতাল হাওড়া নিবেদন বিশিষ্ট কিছু ব্যক্তিত্ব বর্গ এবছর “বীর যোদ্ধা” সন্মান আয়োজন করতে চলেছিলাম।


বীরযোদ্ধা সন্মান প্রদান করলাম বিপিণ গনোত্রা( পদ্মশ্রী),শান্তি দাস (আই, পি,এস,অফিসার),শান্তি মল্লিক (অর্জুন পুরস্কারপ্রাপ্ত মহিলা ফুটবলার),ডঃ অতুল শিবাস্তব (অর্থমেটিক) স্থান:কলকাতা প্রেস ক্লাব ,,,এছাড়াও বিভিন্ন ক্রীড়াসংস্থাদের সন্মানিত করা হলো পশ্চিমবঙ্গ কুস্তি সংগঠন (কলকাতা),বালটিকুরী নেতাজি বালক সংঘ, বেতড ব্যায়াম সমিতি ,শান্তি আইচ মল্লিক ফুটবল কোচিং সেন্টার (কলকাতা)এছাড়াও আরো ক্রীড়াসংস্থাদের সন্মানিত করলাম,,,,,
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.