শহরে একের পর এক খুন। আতঙ্কে শহরবাসী। তদন্ত চলছে।
শহরে এক অজানা আতঙ্ক। একের পর এক খুন হচ্ছে। পুলিশের উচ্চ পদস্থ কর্তারাও খুনের হদিস সহ কোন কুল কিনারা করতে পারছেন না। শহরবাসী আতঙ্কে। সন্ধ্যের পর বেরতে ভয় পাচ্ছেন তারা। কে হতে পারে খুনি ? খুনের মোটিভ কি ? খুনের কিনারা করতে ডাক পরে স্পেশাল ব্রাঞ্চের অফিসার মিস্টার ব্যানার্জি (রজতাভ দত্ত) – র। খুনের সূত্র ধরতে ওনাকে পৌঁছতে হয় পাহাড়ে অনন্যা (রুপসা চ্যাটার্জি) – র বাড়িতে। তারপরেই দেখবার বিষয় যে খুনি ধরা পরল কিভাবে ? সে কে ? কি তার উদ্দেশ্য ? এই সাসপেন্স নিয়েই দর্শকদের দরবারে আসতে চলেছে “ক্যাফে ওয়াল”। এই সিনেমার আরও একটি বৈশিষ্ট্য হলো এটি একটি “মাইথোলজিক্যাল থ্রিলার”। সম্ভবত কলকাতায় প্রথম এই ধরনের বিষয় নিয়ে কাজ হচ্ছে। সুতরাং এই ছবিটিতে নতুন কিছু পাবে দর্শক। শুভঙ্কর দাশগুপ্তের প্রযোজনায় এবং অরুদীপ্ত দাশগুপ্তের পরিচালনায় আসতে চলেছে “ক্যাফে ওয়াল”। ছবিটিতে অভিনয় করেছেন রজতাভ দত্ত, সুপ্রিয় দত্ত, আরিয়ান, রুপসা চ্যাটার্জী, দেবরাজ মুখার্জি, তুলিকা বসু, দীপক হালদার, সুব্রত গুহ রায়, শুভঙ্কর দাশগুপ্ত। অতিথি শিল্পী হিসেবে রয়েছে “ডান্স বাংলা ডান্স” – খ্যাত বিলাস বাবু। দর্শকদের দরবারে খুব শীঘ্রই আসতে চলেছে “ক্যাফে ওয়াল”।
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.