মঙ্গলবার ও বুধবার দুদিন ব্যাপী সল্টলেকের ঐকেতানে অনুষ্ঠিত হল ফেডারেশন অফ অল ইন্ডিয়া হিন্দুস্তান কনস্ট্রাকশন ওয়াকার্স ইউনিয়নের ৫৪ তম বার্ষিক সাধারণ সভার।
এদিন ওই সাধারণ সভায় ভোটাভুটির আয়োজন করা হয়। যেখানে সংস্থার সাধারণ সম্পাদক পদে আবারও জয়লাভ করেন সুনীল সরকার।
এরপরই সুনীল সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন আমার প্রথম লক্ষ যেভাবে কেন্দ্র সরকার ৩০ হাজার শ্রমিকে ছাটাই করেছিলো, তাদের আবার আমি ফিরিয়ে আনবো। সাথে সাথে সংসদ নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন। পাশাপাশি তিনি রাজ্য সরকার কে নিয়ে প্রসংসা করেন। উনি বলেন ২০২৪ সালে INDIA জোট জিতবে।
এদিন সভায় বিভিন্ন রাজ্য থেকে আসা কমিটির সদস্যরাও উপস্থিত ছিলেন। ছবি রাজেন বিশ্বাস
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.