সনামধন্যা বাংলা চলচ্চিত্র এর বিশিষ্ট অভিনেত্রী দেবশ্রী রায়,দক্ষিণী সিনেমার হিরো মাণির হাতে ২০২৪ বাংলা গৌরব সম্মান নিজে হাতে তুলে দিতে পেরে খুবই গর্বিত।

মাণির তামিল পরিবারে জন্ম। বাবা কমিশনার , মা পিন্সিপাল । ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে পরিবারের কোনো সম্পর্ক নেই , তা সত্ত্বেও নিজের কঠোর পরিশ্রম ও আন্তবিশ্বাসে তিনি দক্ষিণ ভারতীয় সিনেমাতে সুনাম ও প্রতিপত্তি অর্জন করেছেন। তাঁর আভিনয় জন্য তাকে সর্ব প্রথম মহারাষ্ট্র গৌরব সম্মানে ভূষিত করা হয় ।
সুপারস্টার মাণির অভিনীত বাংলা ছায়াছবি “নির্মোক” সর্বশ্রেষ্ঠ আন্তর্জাতিক ছায়াছবির পুরস্কার পায় ।

এর পর একের পর এক পুরস্কার ওনার ঝুলিতে জমা হতে থাকে যেমন , তাঁর অভিনয়ের জন্য তাকে বেঙ্গল এক্সিলেন্স এওয়ার্ড দেওয়া হয় স্বনামধন্যা সুচিত্রা সেন ( মরণোত্তর) এবং মমতা শঙ্কর এর সাথে । এরপর দুটি রাষ্ট্রীয় এবং দুটি রাজ্য পুরস্কার ও পান। মানি একই মঞ্চে বিখ্যাত ক্রিকেটার শচীনতেন্ডুলকার এর সাথে রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন । ভারতীয় সিনেমায় মানির অনবদ্য অবদানের জন্য মানি কে পরমশ্রী অ্যাওয়ার্ড দিয়ে ভুষিত করা হয়। প্রসিদ্ধ মিউজিক ডিরেক্টর বাপ্পি লাহিড়ীর সুরে বাংলা গান গেয়ে এই প্রথম কোনো দক্ষিণ ভারতীয় অভিনেতা ইন্ডিয়া বুক অফ রেকর্ডস-এ নিজের নাম নথিভুক্ত করেছেন। তাঁর এই বাংলার জন্য টান ও গভীর ভালবাসা আমাদের মুগ্ধ করে। বাংলার মানুষ ও মাণিকে যোগ্য সম্মান দিয়ে বরণ করে নিয়েছেন। ২০২৪ এর বাংলা গৌরব সম্মান পেয়ে মাণি খুবই আনন্দিত । আগামী বেশ কিছু বাংলা, হিন্দি ও তামিল চলচ্চিত্রে তিনি চুক্তিবদ্ধ এবং শুটিং এ ব্যস্ত আছেন । আমাদের অগ্রিম শুভ কামনা রইল মাণির আগামী চলচ্চিত্রের জন্য।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.