টলিউডে নতুন হিরোর আগমন। মুম্বাইয়ের মতো এবার টলিউডের বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে নতুন হিরোর এন্ট্রি, আর সেটা সালমান, শাহরুখ এর মতো খান হিরোর এন্ট্রি। বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে পিয়ার খান নতুন হিরো। জুটিতে আসছে অভিনেত্রী রুপ্সা মুখোপাধ্যায় ও পিয়ায় খান, পরিচালক আতিউল ইসলামের নতুন ছবিতে৷ ছবির নাম “দানব”। বাস্তবের ঘটে যাওয়া ঘটনাকে এবার বড়োপর্দায় আনছে পরিচালক আতিউল ইসলাম, ছবির নাম “দানব”। থ্রিলারের মোড়কে বড়োপর্দায় আসছে এই ছবি৷ ছবিতে একজন সাধারন নার্সের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী রুপসা মুখোপাধ্যায় কে, অন্যদিকে নবাগত পিয়ার খান কে দেখা যাবে একজন মর্গের ডোম এর চরিত্রে। ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে খরাজ মুখার্জি, লাবনী সরকার, কৌশিক ব্যানার্জি, অনিন্দ্য পুলক ব্যানার্জি, অনিন্দিতা সোম, হিয়া রায়, শ্রেয়া হালদার প্রমুখ। ছবিতে উমা চরিত্রে দেখা যাবে অভিনেত্রী রুপ্সা মুখোপাধ্যায় কে, অন্যদিকে শিবা চরিত্রে দেখা যাবে অভিনেতা পিয়ার খান কে।
শিবা মর্গের ডোমের কাজ করে, হঠাৎ ভাগ্যের পরিহাসে মর্গে নিজের প্রানের প্রিয় ভালোবাসার মানুষ উমার মৃতদেহ আসে পোস্টমর্টেম এর জন্য। কি করবে শিবা!!! অন্যদিকে শিবার জীবনের ভালোবাসার মানুষ ছিল একমাত্র উমা। অন্যদিকে পরের দিন সকালে মিডিয়াতে বড়ো খবর উঠে আসে মর্গে একটি ডেডবডিকে নৃশংস ভাবে রেপ করে। গল্প কোন দিকে যাবে এবার!!! ভালোবাসা নাকি বাস্তব!!! গল্প কোন দিকে মোড় নেবে! এই সবকিছু নিয়ে “দানব”। ছবিটি মুক্তি পাবে “মোহনা ফিল্মস” এর ব্যানারে। পরের মাসে শ্যুটিং শুরু হবে”।
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.