বিশ্ব হিন্দু পরিষদ ব্যারাকপুর জেলা মাতৃ শক্তির পক্ষ থেকে একটি সেবা কার্যক্রম নেওয়া হয়েছে।

আগামী বুধবার 8/10/2025
সময় দুপুর 12pm
স্থান,:-ব্যারাকপুর স্টেশন এক নম্বর প্লাটফর্ম, বজরংবলী মন্দিরের সন্নিকটে।
জেলার ও প্রখণ্ডের সকল কার্যকর্তাদের, এই কার্যক্রমে উপস্থিত থাকার অনুরোধ জানাই। এবং মায়েরা ও বোনেরা সকলেই উপস্থিত থাকবেন ।

বিশ্ব হিন্দু পরিষদ ব্যারাকপুর জেলা। মাতৃ শক্তির পক্ষ থেকে দুঃস্থ মানুষদেরকে অন্য প্রদান করা হলো। উপস্থিত ছিলেন পিনাকী চ্যাটার্জি জেলা সম্পাদকও জেলার ভাইস প্রেসিডেন্ট শিখা দে ও মাতৃশক্তি সহ সংযোগিতা পাপড়ি দে সহ-সম্পাদক পবিত্র দে ও সৎসঙ্গ প্রমুখ লতা দাস ও জেলা উপ খন্ডের কার্যকর্তারা।
🚩
জয় শ্রী রাম 🚩🙏
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.
