গত ৮ ই সেপ্টেম্বর বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাগৃহে অনুষ্ঠিত হলো এস এন মিউজিক আয়োজিত অনুষ্ঠান। দুই কিংবদন্তি শিল্পী লতা মঙ্গেশকর ও কিশোর কুমার কে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এস এন মিউজিকের এই অনুষ্ঠান।

সংস্থার কর্ণধার নীলাঞ্জনা মাইতির তত্ত্বাবধানে এই অনুষ্ঠান টি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার প্রেসিডেন্ট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গীটার বাদক পন্ডিত স্বপন সেন, স্বর্ণযুগের বিশিষ্ট গীতিকার দেবপ্রসাদ চক্রবর্তী, বিশিষ্ট সঙ্গীতশিল্পী জয়ন্ত দে,

বিশিষ্ট সঙ্গীতশিল্পী প্রদীপ ভট্টাচার্য, বিশিষ্ট সঙ্গীতশিল্পী মোহনা গঙ্গোপাধ্যায়, শিঞ্জিনী সেনগুপ্ত, দীপঙ্কর চৌধুরী, নারায়ণ দে, শায়ন্ত কুমার, তাপস কুমার, রূপকথা বিশ্বাস, কল্যানী সেন, বাপ্পা মন্ডল, সৌমিতা সরকার, প্রদীপ কুমার মন্ডল, আল্পনা দাস, অর্পিতা কণ্ঠ, কৃষ্ণা মজুমদার, দীপক ঠাকুরতা, মধুলীনা ঘোষ, রিঙ্কু শীল, অনামিকা বিশ্বাস, মীরাশ্রী ঘোষ, সোনালী সেনগুপ্ত, সমীর কুমার, আশিষ দাসগুপ্ত, রাখী ব্যানার্জি, নৃত্যশিল্পী রূপকথা দে প্রমুখ। চার ঘন্টা ব্যাপি ছন্দ সুরের মূর্ছনায় ভরে উঠেছিল অনুষ্ঠানটি। পন্ডিত স্বপন সেনের গীটারে বেজে উঠেছিল যারে উড়ে যারে পাখি, জয়ন্ত দের কণ্ঠে আকাশ প্রদীপ জ্বলে,মোহনা গঙ্গোপাধ্যায়ের কণ্ঠে ধরণীর পথে পথে, প্রদীপ ভট্টাচার্য ও শিঞ্জিনী সেনগুপ্তের কণ্ঠে মুঝে তেরি মহব্বত কা, তাপস কুমারের কণ্ঠে সুখেও কেঁদে ওঠে মন, নারায়ণ দের কণ্ঠে ওম শান্তি ওম, রূপকথা বিশ্বাসের কণ্ঠে আকাশ কেন ডাকে, কল্যানী সেনের কণ্ঠে আজ মন চেয়েছে, গানে গানে ভরে উঠেছিল সঙ্গীত মুখর সন্ধ্যা টি। এই অনুষ্ঠানের শিরোনাম অর্থাৎ “আজ হৃদয়ে ভালোবেসে” গানটি গেয়েছিলেন সঙ্গীতশিল্পী শায়ন্ত কুমার ও সংস্থার কর্ণধার নীলাঞ্জনা মাইতি সয়ং নিজেই।

অনুষ্ঠান চলাকালীন প্রত্যেক শিল্পী কে স্মারক দিয়ে সম্মাননা দেওয়া হয়। সঙ্গীতপ্রেমী নীলাঞ্জনা সারা বছর ধরে কোলকাতা, হাওড়া সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন যায়গায় সঙ্গীতানুষ্ঠান করে থাকেন। অনেক নতুন শিল্পী কে গান গাওয়ার সুযোগ করে দেন। নীলাঞ্জনা বলেন, সঙ্গীত তাঁর জীবনের সাধনা। যতদিন বাঁচবেন তিনি গান গেয়ে যাবেন। ছবি রাজেন বিশ্বাস


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.