ইউইএম গ্রুপের অন্তর্গত ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের (আইইএম) বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগ সম্প্রতি এক দিনের একাধিক বক্তৃতা সভার আয়োজন করে। ‘দ্য পাথ আহেড: এমপাওয়ারিং ইয়ং লিডারস অ্যান্ড ইনোভেটর্স’ শীর্ষক এই অনুষ্ঠান আয়োজিত হয় আইইএম ম্যানেজমেন্ট হাউসে। রোটারি ক্লাব অফ সল্টলেক সিলিকন ভ্যালি, লায়ন্স ক্লাব অফ কলকাতা আইইএম এবং আইইএম কলকাতার লিটারারি সোসাইটির সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা।
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিশিষ্ট বক্তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন প্রখ্যাত ডেটা সায়েন্টিস্ট এবং জিএলপি স্পিকার ডেলোরেস মিনকারেলি, প্রোডাক্ট সাপ্লাই এক্সিকিউটিভ এবং জিএলপি স্পিকার টেরি কোল এবং বোর্ড চিফ তথা প্রাক্তন পিডব্লিউসি পার্টনার স্টিভ ও’হার্ন সহ আরও ১০ জন বিশিষ্ট বক্তা। তাঁরা মূলত তথ্য নির্ভর সিদ্ধান্ত গ্রহণ এবং পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার ওপর ভিত্তি করে সেক্ষেত্রে নেতৃত্ব ও উদ্ভাবনের বিষয়ে আলোচনা করেন।
এছাড়া অনুষ্ঠানে ৩০০ জন ছাত্র-ছাত্রী ও তরুণ পেশাদাররা অতিথি বক্তাদের সঙ্গে এই বিষয় নিয়ে সরাসরি আলাপচারিতার সুযোগ পান।
ইউইএম গ্রুপের ডিরেক্টর ড. সত্যজিৎ চক্রবর্তী বলেন, “বর্তমান বিশ্বের দ্রুত পরিবর্তনশীল পরিস্থিতিতে তরুণদের মধ্যে নেতৃত্বের গুণাবলী গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের শিক্ষার্থীরা শুধু পুঁথিগত শিক্ষাই নয়, বরং বাস্তব অভিজ্ঞতাও অর্জন করছে।”
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.