
১৬ ফেব্রুয়ারী, ২০২৫. রবিবার কলকাতার রাম মোহন হলে আয়োজন করা হয়েছিলো মনপিওন গ্রূপের বার্ষিক অনুষ্ঠান মনপিওনের তিলোত্তমা ২. ০।


সারাদিনব্যাপী নাচ, গান, আবৃত্তি, শ্রুতিনাটক সহ এক জমজমাট অনুষ্ঠানের সাক্ষী রইলেন সেদিনের দর্শকমন্ডলী।তার সাথে উপরি পাওনা হিসাবে ছিলো মনপিওন গ্রুপের দুটি youtube চ্যানেলের সেরা বাচিক শিল্পীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ।


পরিচালনাতে ছিলেন গ্রুপ এর কর্ণধার মৌমিতা মুখার্জী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখিকা সুপ্তা আঢ্য এবং অভিনেতা রাজ চট্টোপাধ্যায়।একদিকে যেমন ছোট্ট সৃজনের হৃদয় ছুঁয়ে যাওয়া উপস্থাপনা সকলের মন কেড়েছে অপর দিকে নীল মুখার্জী এবং রুম্পা নাথের সঞ্চালনা অনুষ্ঠানে এনেছে বসন্তের পরশ। সাউন্ড এডিটর সানু মন্ডলের অসাধারণ আবহ তে প্রতিটি নাটক এবং কবিতা অন্য মাত্রা পেয়েছে।বইমেলাতে আগেই প্রকাশিত হয়েছে মনপিওন গ্রুপের নিজস্ব গল্প এবং কবিতা সংকলন সেদিন লেখক লেখিকাদের মেমেন্টো এবং সার্টিফিকেট দিয়ে সন্মাননা জ্ঞাপন করলেন কর্ণধার এবং বইটির যুগ্ম সম্পাদক মৌমিতা মুখার্জী।

বইটির অপর সম্পাদকের নাম কাব্যহীন (শুভ্রজ্যোতি )।মনপিওন গ্রুপের এই বার্ষিক অনুষ্ঠানের রেশ বহুদিন ধরে থেকে যাবে সকলের মনে এমনি বক্তব্য দর্শকমন্ডলীর।সব মিলিয়ে এক সুন্দর, মন ভালো করে দেওয়া রবিবারের সাক্ষী থেকে গেলো শহর কলকাতা।।
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.