এইবারের মহালয়া হবে কিছুটা অন্যরকম কারণ বাঙুর এভিনিউ কালচারাল রেসিডেন্সের পুজোতে “সহজ পাঠ” নিয়ে আসছে এক অভিনব শ্রুতি নাটক।

দেবীপক্ষের সূচনালগ্নে,মহালয়ার দিন অর্থাৎ আগামী ২রা অক্টোবর, ২০২৪ এ আপনাদের সামনে আসছে ‘দৌলতদিয়ার চিঠি- The Daulatdia Chronicle’ নামে একটি সঙ্গীতময়
বাংলা অডিও অ্যালবাম। এটি একটি মেয়ের জীবনযুদ্ধের কাহিনী। নারী নিগ্রহ, নারীর অবমাননা এবং নারী পাচারের মত ঘৃণ্য অপরাধ এই মুহূর্তেও ঘটে চলেছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। R G Kar-এর সেই মর্মান্তিক ঘটনাকে প্রতিদিন বয়ে নিয়ে চলেছে বঙ্গসমাজ।নারীর সম্মান, সুরক্ষা এবং সর্বোপরি সুবিচারের আশায় যে গণ আন্দোলন গড়ে উঠেছে তার সঙ্গে সাযুজ্য রেখেই এই পডকাস্টটি সম্প্রচারিত হতে চলেছে
প্রথমবার। অত্যাধুনিক প্রযুক্তি তথা


AI এর প্রয়োগও এই পডকাস্টটির অন্যতম বৈশিষ্ট্য। এই অডিও অ্যালবামের কাহিনীকার ও প্রযোজনা নীলাঞ্জন ঘোষের। সঙ্গীত চয়ন, ভাষ্যপাঠ ও নির্দেশনা-অমৃতা সরকার, সঙ্গীতে অর্পিতা বোস রায় এবং অনির্বান দত্ত।কারিগরী নির্দেশনা- সায়ন নাথ,
রেকর্ডিং, আবহ সঙ্গীত, সুর সংযোজনায় – সোমনাথ বোস। যে বাঙালী দেবী দূর্গাকে ঘরের মেয়ে উমারূপে পুজো করে, সেই বাঙালীর ঘরের মেয়েরা যেন নিরাপদে, মাথা উঁচু করে বাঁচতে পারে, এই আমাদের প্রার্থনা।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.