মহিলাদের সুরক্ষায় এক যুগান্তকারী পদক্ষেপ নিলেন ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইইএম)-এর প্রাক্তন ছাত্র মৈনাক মণ্ডল। তাঁর উদ্ভাবিত “ইন্টারনেট-সাহায্যপ্রাপ্ত জরুরি সতর্কতা ও আত্মরক্ষার্থে বৈদ্যুতিক শক দেওয়ার ক্ষমতাসম্পন্ন গ্লাভস” সম্প্রতি পেটেন্ট স্বীকৃতি পেয়েছে।
আইইএম-এ পড়াকালীন এই প্রকল্পের ধারণা পান মৈনাক। শিক্ষকদের সহযোগিতা এবং গাইডেন্সে তার এই আবিষ্কার বাস্তব রূপ নেয়।
মৈনাক বলেন, “আমার মেন্টর প্রবীর কুমার দাস, অভিজিৎ বোস এবং অরুণ কুমার বার-এর কাছে আমি চিরকৃতজ্ঞ। তাঁরা সর্বদা আমাকে উৎসাহ দিয়েছেন। বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের ডিরেক্টর অধ্যাপক ড. সত্যজিৎ চক্রবর্তীকেও, যাঁর দৃষ্টিভঙ্গি ও নেতৃত্ব আমাকে এই পেটেন্ট অর্জনে সাহায্য করেছে।”
মহিলাদের নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের প্রেক্ষিতে, এই গ্লাভস একটি সম্ভাব্য গেম-চেঞ্জার হিসেবে দেখা হচ্ছে। জরুরি পরিস্থিতিতে সতর্কবার্তা পাঠানোর পাশাপাশি আত্মরক্ষার্থে বৈদ্যুতিক শক দেওয়ার ক্ষমতা রাখে এটি।
আইইএম-এ পড়াকালীন মৈনাক আরও বেশ কিছু উচ্চ-প্রযুক্তির
প্রকল্পে কাজ করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো “শক্তি”—ভারতের প্রথম দেশীয় মাইক্রোপ্রসেসর তৈরির প্রকল্প।
মৈনাকের এই সাফল্য আইইএম-এর উদ্ভাবনী ও গবেষণা-ভিত্তিক শিক্ষার সংস্কৃতিকে প্রতিফলিত করে। প্রতিষ্ঠানটির শিক্ষকমণ্ডলী ও কর্তৃপক্ষ মৈনাককে অভিনন্দন জানিয়ে বলেন, “তার এই আবিষ্কার নতুন প্রজন্মকে উৎসাহিত করবে এবং প্রযুক্তির মাধ্যমে সামাজিক পরিবর্তন আনার পথে দৃষ্টান্ত স্থাপন করবে।”
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.