Film Name.. স্মেল/ স্মেলা
Directed by অরুদীপ্ত দাশগুপ্ত
DOP : প্রমিত দাস,
Chief assistant director : তুষার
ডিস্ট্রিবিউশন এন্ড রিলিজ: কাকলি গুপ্ত
শুভময় ঘোষ।
Produced by : রাজ মল্লিক ও কাকলি গুপ্ত।
বিশেষ কৃতজ্ঞতা : কাকলি গুপ্ত ও শুভময় ঘোষ।
Casting : রাজেশ শর্মা, সমদর্শী দত্ত, অনিন্দ্য চ্যাটার্জি, সাইরি সাহা, অমিত চন্দ্র, গোড়া ধর, প্রমূখ।
এটি একটি সাসপেন্স মার্ডার মিস্ত্রি স্টোরি, একটা গন্ধ কে উদ্দেশ্য করে সল্য ( সমদর্শী দত্ত ) তার অ্যাসিস্ট্যান্ট কে নিয়ে খুনিকে ধরে, কিভাবে ধরা পড়লো সেটাই এখন দেখার.. ফায়ার অথরিটি পুলিশ অফিসার( রাজেশ শর্মা ) কেস পাওয়ার পর দ্বারস্থ হন সল্যর কাছে। সায়ন্তন পান্ডা( অনিন্দ্য চ্যাটার্জী ) বলে একজন ব্যক্তি দুর্বারের ফটো কেনাবেচা করত, এই দুর্বারের আকস্মিক মৃত্যু নিয়েই শুরু হয় তদন্ত, এবার দেখার বিষয়, একটা গন্ধ কে কেন্দ্র করে কি করে সল্য ও তার অ্যাসিস্ট্যান্ট এই কেসটিকে সল্ভ করে।
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.