বিখ্যাত বাঙালি সেফ কিশোর দাস জয় করে নিয়েছে লন্ডনের ভোজন রসিক মানুষদের হৃদয়। তিনি লন্ডনে বাঙালি ও ভারতীয় খাদ্যের সম্ভার নিয়ে শুরু করেছিলেন ‘কলকাতা রোল কর্নার’। মাত্র কিছু দিনের মধ্যে তার খ্যাতি ছড়িয়েছে সর্বত্র। শুধুই বাঙালি বা ভারতীয়রা নয়, লন্ডনের মানুষ তার খাদ্যের ভক্ত। সন্ধ্যায় লাইন পরে যায় তার পূজোর স্টলে। কিশোর দাস বিভিন্ন প্রাইভেট পার্টি ও অনুষ্ঠানে তিনি সুস্বাদু খাদ্য পরিবেশন করে মানুষকে মুগ্ধ করেন।

আসন্ন মেগা দুর্গাপুজোয় তার ‘কলকাতা রোল কর্নার’ বিশেষভাবে স্থান পেয়েছে “বিলেতে বাঙালি” কমিউনিটি দূর্গা মন্ডপে লন্ডনে চিসউইক টাউন হলে। সপ্তমী থেকে দশমী কলকাতা রোল কর্নার তার খাদ্যের বৈচিত্র নিয়ে রসনার তৃপ্তি করবে সমস্ত দর্শণার্থীদের। লন্ডন ও পার্শ্ববর্তী সমস্ত ভোজনরসিক মানুষের কাছে কিশোর দাসের আবেদন, আপনারা আসুন ওই পুজো মন্ডপে। ‘কলকাতা রোল কর্নার’ কর্ণধার কিশোর দাস ও তার টীম প্রবাসী বাঙ্গালীদের আমন্ত্রণ জানাচ্ছে।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.