
গড়িয়ার বোয়ালিয়ার নস্কর পাড়ার আমরা সবাই ক্লাবের সরস্বতী পুজো এবার ৩৩ বছরের। যদিও রবি কবির স্মৃতিধন্য শান্তিনিকেতনে বিশ্বভারতীর শিক্ষা প্রাঙ্গনে সরস্বতী পুজোর রীতি নেই , কিন্তু আম বাঙালির কাছে শান্তিনিকেতন সংস্কৃতির পীঠ। তাই শান্তিনিকেতনের সংস্কৃতিকে শ্রদ্ধা জানিয়ে এবারের থিম করা হয়েছে শান্তিনিকেতন।

ক্লাব সভাপতি কিংশুক নস্কর জানান, সরস্বতী পুজো উপলক্ষে থিম যেহেতু শান্তিনিকেতন , সেহেতু চারদিনব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়েছে। থাকছে বাউল গান, ছৌ নাচ। এছাড়াও বিভিন্ন সমাজসেবামূলক প্রকল্প যেমন শীত বস্ত্র প্রান্তিক মানুষদের বিতরণ, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরসহ অন্যান্য অনুষ্ঠান।

বিশিষ্ট আমন্ত্রিতদের মধ্যে ছিলেন প্রাক্তন বিচারপতি সি এস কারনন, ডা: নারায়ণ মিত্র, প্রাক্তন এ সি পি ভক্তি নস্কর, পিপি অজিত কুমার, চৌবে, আইনজীবী ওমপ্রকাশ সাউ, দীপঙ্কর হাজরাসহ অন্যান্যরা। এই পুজো নির্মাণে যাঁদের সহযোগিতা ছাড়া সম্ভব ছিল না তাঁরা হলেন দেবাশিস বাগ, ডা: নারায়ণ মিত্র, বিবেকানন্দ নস্কর ও অন্যান্য সদস্যরা।
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.