আজ ১০ ই আগস্ট ২০২৪। আজকের এই শুভদিনে দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হয়ে গেলো ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতি তে।

খুটু পুজো উপলক্ষে উপস্থিত ছিলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী যথাক্রমে পায়েল সরকার, কৌশানি মুখার্জী এবং ঋতিকা সেন। এই অনুষ্ঠান উপলক্ষে ওয়েলিংটন নাগরিক কল্যাণ সমিতির পক্ষ থেকে পশ্চিম বঙ্গের ৫টি অন্য পুজো কমিটি কে দেয়া হলো এবছর পুজোর জন্য দূর্গা প্রতিমা। ক্লাব গুলির নাম যেমন – বিজ্ঞ কানন ডেভলপমেন্ট সোসাইটি (যাদবপুর), ব্রহ্মপুর বটতলা তরুণ সংঘ (যাদবপুর), সরশুনা শিল্পী সংঘ (বেহালা), এবং সুন্দরবন এর একটি ক্লাব। এছাড়াও এই অনুষ্ঠানে আনন্দের জন্য ছিল বিভিন্ন শিল্পীর নাচ দেখার এবং গান শোনার ব্যবস্থাও।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.