মৌলিক বাংলা গানের পর এবার হিন্দিতে মৌলিক গানের পূর্ণাঙ্গ অ্যালবাম আসতে চলেছে ঋষিকুমার চট্টোপাধ্যায়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেল RKC PRODUCTION’S থেকে। অ্যালবাম- এহ্সাস্। অদ্রিতা ঝিনুকের লেখায়, ঋষিকুমার চট্টোপাধ্যায়ের সুর এবং সঙ্গীতায়োজনে ১৮টি গানের এই অ্যালবামে ৭টি করে গান গেয়েছেন বাংলাদেশের শিল্পীদম্পতি এস এম খালেদ ও রুমা খালেদ। বাকি ৪টি গান প্রিয়াঙ্কা মান্নার কণ্ঠে। মুম্বইয়ের লতা মঙ্গেশকর স্টুডিও-তে হয়েছে এই অ্যালবামের রেকর্ডিং ও মিক্সিং। অর্ণব মোদকের ভিডিওগ্রাফিতে খুব শীঘ্রই আসতে চলেছে এহ্সাস্।
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.