
নিজস্ব প্রতিনিধি : সমন্বয় সেবা উদ্যোগ ট্রাস্টের উদ্যোগে এবং আয়োজনে tv অনুষ্ঠিত হলো বস্ত্র বিতরণী অনুষ্ঠান রবিবার পূর্ব মেদিনীপুরের পটাশপুর অরুগালে। এদিন এখানকার প্রত্যন্ত গ্রামের সুবিধাবঞ্চিত বয়স্ক ব্যক্তিদের শাড়ি, কম্বল, মশারি এবং বাচ্চাদের শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয় সমন্বয় সেবা উদ্যোগ ট্রাস্টের পক্ষ থেকে।

এই ট্রাস্ট সারা বছর ধরে বহু সেবামূলক কাজ করে থাকেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে। সমস্ত বাধা উপেক্ষা করে তারা এইভাবে এগিয়ে চলেছেন মানুষের সেবায়। এদিন অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পটাশপুরের বিধায়ক উত্তম বারিক, পটাশপুর টু এর ভিডিও শঙ্খ ঘোষ, স্বপন মাইতি, পীযূষ কান্তি পান্ডা, মানস রায়, বিজন বন্ধু বাগ, অপরেশ সাঁতরা, রাধারানী দাস, সুভাষচন্দ্র মাইতি, সুরজ আইস, অনির্বাণ রায়, মহম্মদ মেযুদ্দীন, ডাঃ নারায়ণ মিত্র, Deputy GM Apollo Hospitals Chennai ও ডিরেক্টর কিংশুক নস্কর এছাড়াও ট্রাস্টের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনোজ ঘরাই, বিপিন বিহারী প্রধান, সৌরভ প্রধান, সোমনাথ আদক, স্মৃতিকণা প্রধান আদক, পুলক গিরি,নবগোপাল মাইতি, শ্রীহরি মান্না, নমিতা মান্না ও সুস্মিতা দাস। এদিন প্রায় পাঁচশ জন বয়স্ক ব্যক্তি ও শিশুদের মধ্যে বস্ত্র ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। উপহার পেয়ে খুশি বয়স্ক ও শিশুরা।
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.