সমন্বয় সেবা উদ্যোগ ট্রাস্ট আয়োজন করল গরিব এবং লেখাপড়ার বাচ্চাদের জন্য কম্বল ,মশারি, খাতা- কলম বিতরণ অনুষ্ঠান।

প্রায় আড়াইশোর অধিক সামগ্রি বিতরণ করা হলো এলাকার সাধারণ মানুষজনের মধ্যে। শুধু এলাকা নয় এই সংস্থার কাজ চলে রাজ্য এবং দেশের বিভিন্ন প্রান্তে। এমনকি সুন্দরবন অত্যন্ত গ্রামেও এরা বছরে বিভিন্ন সময়ে সাধারণ এবং গরিব মানুষদের প্রয়োজনীয় বিভিন্ন সামগ্রি বিতরণ করে থাকে। এমনকি প্রাকৃতিক দুর্যোগেও সাধারণ মানুষের পাশে থাকে এই সংস্থার সদস্যরা। সংস্থার পক্ষ থেকে জানানো হয় তারা প্রতিবছরই তাদের এই কাজের প্রসার অত্যন্ত গ্রামগুলোকে বাড়িয়ে চলেছে।

এই কাজ করতে যে কতটা আনন্দদায়ক তাও মনে করিয়ে দিলেন সংস্থার কর্তৃপক্ষেরা। তারা চান এই ভাবেই নিয়মের মধ্য দিয়ে এগিয়ে যাওয়াই তাদের লক্ষ্য। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোজ ঘোড়াই (সভাপতি) , সঙ্গীতা চ্যাটার্জী , দীপক রঞ্জন দাস , দিলীপ শীল , সোম্যজিৎ ঘোড়াই , নীলাঞ্জনা দাস , বিজয় ঘোড়াই , সবিতার চ্যাটার্জি, গঙ্গাধর ঘোড়াই , রবি জয়স‌ওয়াল , অমিতাভ বিশ্বাস। ছবি রাজেন বিশ্বাস


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.