![](https://srbnewsbangla.in/wp-content/uploads/2024/12/IMG-20241229-WA0024.jpg)
সৃষ্টি সৃজন পরিবারের বার্ষিক মিলন উৎসবের আমরা খুঁজে পেলাম আমাদের মাটির সুরকে এবং সঙ্গে সঙ্গে সেই মাটির টানে লোকশিল্পের আবহাওয়া।
![](https://i0.wp.com/srbnewsbangla.in/wp-content/uploads/2024/12/1000591885.jpg?resize=1024%2C683&ssl=1)
![](https://i0.wp.com/srbnewsbangla.in/wp-content/uploads/2024/12/1000591887.jpg?resize=1024%2C683&ssl=1)
এবারের বার্ষিক মিলন উৎসব উদযাপিত হলো ২৮ সে ডিসেম্বর , আগরপাড়া এর বিবেকানন্দ প্রেক্ষাগৃহে। দৈনন্দিন জীবনে ঘটে যাওয়া সমাজচিত্র যেমন ফুটে উঠেছে, তেমনি প্রস্তুটিত হয়েছে বিভিন্ন আঙ্গিকের নৃত্যশৈলী। মুল আকর্ষণ ছিল ‘ খনা ‘।
![](https://i0.wp.com/srbnewsbangla.in/wp-content/uploads/2024/12/1000591886.jpg?resize=1024%2C683&ssl=1)
যিনি বা যাঁর কাহিনী আমরা সকলেই জানি । নাচের মাধ্যমে এই জীবনীকে ফুটিয়ে তোলার কাজটি খুব সহজেই করতে পেরেছে সৃষ্টি সৃজন সংস্থার নির্দেশক সুতর্সা ঠাকুর ,এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিংবদন্তী নৃত্যশিল্পী কোহিনূর সেন বরাট, সঙ্গে ছিল তার উপস্থাপনা, ছিলেন দ্রাবিন চট্টোপাধ্যায়, তার নৃত্যের ডালি নিয়ে। গুরু শম্ভু ভট্টাচার্যকে স্মরণ করে এদিনের উপস্থাপনা করেন এই সংস্থার অন্যতম দুজন স্তম্ভ গুরু সুজয় ঠাকুর এবং গুরু মঞ্জুষা ঠাকুর।
![](https://i0.wp.com/srbnewsbangla.in/wp-content/uploads/2024/12/1000591882.jpg?resize=1024%2C683&ssl=1)
সমগ্র অনুষ্ঠানটির ব্যবস্থাপনায় ছিলেন সুব্রত ঠাকুর এবং অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্ব পালন করেন সম্মান দাস। বর্তমান সমাজের বুকে দাঁড়িয়ে সমাজের চিত্রকে নাচের মাধ্যমে ফুটিয়ে তোলার সুচারু কাজটি সম্পন্ন করেছে সৃষ্টি সৃজন পরিবার তাদের আগামী দিনে এই ধরনের সৃজনশীল নৃত্যের আরো অনেক উপস্থাপনা সমাজকে প্রভাবিত করবে এবং সুস্থ সংস্কৃতির ধারক বাহক হয়ে উঠবে। ছবি রাজেন বিশ্বাস
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.