
‘
কলকাতা, ১৫ই জুন, ২০২৪,
শহরের বুকে হয়েগেল স্টারলাইট অনন্য সম্মান এওয়ার্ড অনুষ্ঠান। এক মঞ্চে, এদিন উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ও বিনোদন জগতের ব্যক্তিত্বরা। অনুষ্ঠানের শুভ সূচনা হয় মাননীয় রাজ্যপাল ‘সি ভি আনন্দ বোস’এর পাঠানো বার্তা পাঠের মাধ্যমে। অনুষ্ঠানের বিশেষ আকর্ষন কেড়েছিলেন অনুষ্ঠানের উদ্যোক্তা টেলি অভিনেত্রী পায়েল সরকার। এক সুতোয় গাঁথার অভিনব প্রয়াস স্টারলাইট অনন্য সম্মান। আর, তাঁর সংস্থা ‘পায়েল সরকার অর্গানাইজেশন’ সেই

ভাবনাকে বাস্তব রুপ দিয়েছে। তুলে ধরেছেন এমন সব অসামান্য প্রতিভাদের, যাদের কথা অধিকাংশ ক্ষেত্রেই অজানা থেকে যায়। লোক চক্ষুর অন্তরালে থাকা সেই ব্যক্তিত্বদের উৎসাহ দেওয়া ছিল ‘স্টারলাইটঅনন্য সম্মান’ এর মূল উদ্দেশ্য। রাজনৈতিক ও বিনোদনের আলোর ভিড়ে সাধারণ মানুষের অসাধারন গল্প তুলে ধরেছে পায়েল সরকার অর্গানাইজেশন। তাঁর ভাবনাকে সাধুবাদ জানিয়েছেন উপস্তিত সকলে। বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি উপস্থিত ছিলেন বিনোদন জগতের তারকারা। তালিকায় ছিলেন মমতা শঙ্কর, গৌতম ঘোষ, অনামিকা সাহা, ঋষি কৌশিক, সোমা ব্যানার্জী, সুমিত গাঙ্গুলি, নয়না গাঙ্গুলি, তৃণা সাহা, সোমা ব্যানার্জি, অন্বেষা হাজরা সহ প্রমুখরা। এছাড়া, সোহম চক্রবর্তী তরফ থেকে ছিল শুভেচ্ছা বার্তা। অতিথি তালিকার ন্যায় এদিনের অনুষ্ঠানের প্রোগ্রাম তালিকাতেও ছিল চমক। তারকাদের পাশাপাশি সম্মান জানান হয় সেই অসাধারন প্রতিভাদের। তাদের প্রত্যেককে বিশিষ্ট সম্মানে সম্মানিত করা হয়। তাদের নানা রকম আর্থিক এবং জরুরী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অভিনেত্রী পায়েল ও তাঁর সংস্থা। তাঁর এই উদ্যোগ একটি দৃষ্টান্ত মূলক প্রয়াস। রাজনৈতিক মহল থেকে বাংলা এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি, সকলেই সাধুবাদ জানিয়েছেন।
অভিনেত্রী পায়েল সরকার জানিয়েছেন তিনি ‘স্টার লাইট অন্যন্য সম্মান’ এই সম্মান জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করতে পেরে উচ্ছসিত। আগামিতেও এই উদ্যোগ নিতে চান অভিনেত্রী। অভিনেত্রীকে এই বিশেষ প্রয়াশ সম্পর্কে বিশেষ প্রয়াশ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান ‘ সেই সব মানুষদের সামনে আনতে চাই। তাঁরা বাস্তব জীবনে আদতেই হিরো। এই পুরস্কারের যোগ্য অধিকারী তাঁরা। তাদের মঞ্চে সম্মান জ্ঞাপনের উদ্যোগের নাম স্টার লাইট অনন্য সম্মান।’
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.