| অপ্রকাশিত | 📓🖋️🩸
পরিচালক : সোহম আচার্য
প্রযোজক : স্বর্ণালী আচার্য
অভিনয়ে
জয় সেনগুপ্ত
আরিয়ান ভৌমিক
দেবলীনা দত্ত
লামা হালদার
রানা বসু ঠাকুর
বুদ্ধদেব ভট্টাচার্য.
কলা কুশলী
. ক্যামেরা- আশিষ হালদার
পোস্ট প্রোডাকশন- টকী স্টুডিও
চিত্রনাট্য: সোহম ও স্বর্ণার্লী আচার্য
. সম্পাদনা- অভিষেক মণ্ডল
সঙ্গীত: সোহম আচার্য
. প্রধান সহযোগী পরিচালক- মেহবুব উল হক্
গণ মাধ্যম প্রচার ও মার্কেটিং- রানা বসু ঠাকুর
সংক্ষিপ্তে
| অপ্রকাশিত |📓🖋️
বর্তমানে পাঠক মহলে প্রবল সমালোচিত প্রখ্যাত সাহিত্যিক অমিত দত্ত। মিডিয়ার প্রচার
– বর্তমানে তিনি নাকি অন্যের লেখা নিজের নামে ছাপিয়ে খ্যাতি পেতে চান।
এমন কি তাঁর প্রতি অভিযোগ বিগত দুই দশক ধরে তাঁর যা কিছু খ্যাতি,অর্থ, সবকিছুর অন্তরালে নাকি তাঁর নৃশংস অপরাধ লুকিয়ে আছে। এসব
অভিযোগের মোকাবিলায় তিনি তর্ক বিতর্ক থেকে ছোটোখাটো হাতাহাতি ও পুলিশি ঝামেলাতে পর্যন্ত জড়িয়ে যান। এমনকী জানা যায়, প্রতিহিংসাবসত তাঁর প্রাক্তন স্ত্রীও এই মিডিয়া গোষ্ঠীর ষড়যন্ত্রে শামিল। এদের ষড়যন্ত্রের মোক্ষম জবাব দেওয়ার জন্যে অমিত দত্ত কোনো উপায় খুঁজে পান না। অবশেষে এক নবীন সাংবাদিকের পরামর্শে তিনি জীবনী প্রকাশ করার সংকল্প করেন। এই জীবনী প্রকাশের মাধ্যমে হয়তো তিনি পাঠক মহলে পুনরায় হৃত সম্মান ফিরে পেতে পারেন। দিনের পর দিন সাক্ষাৎকারের মাধ্যমে তিনি তার জীবনের সংগ্রাম, খ্যাতি, অর্থ, পুরস্কার প্রাপ্তির ঘটনা, পুঙ্খানুপুঙ্খ বলতে থাকেন। আর সেই নবীন সাংবাদিক সেগুলো নোট করতে থাকে।
পুলিশের নজর ছিলোই…
ঘটনাচক্রে একদিন শিশুহত্যার অভিযোগে অমিত দত্ত কে কঠোর জিজ্ঞাসাবাদের পরে গ্রেপ্তার করে ক্রাইম ব্রাঞ্চের দুঁদে অফিসার।
অবশেষে প্রকাশ হয় তাঁর জীবনী।
মিডিয়া নড়ে চড়ে বসে, পাঠক মহলে সাড়া পড়ে যায়। দেখা গেলো- ওই নবীন সাংবাদিক অমিত দত্তের জীবনী লিখতে গিয়ে তাঁর চরিত্র খল প্রতিষ্ঠা করতে চরিত্রটি নগ্ন করে দেখায়। কিসের লোভে?কাদের পরামর্শে? অমিত দত্তের যাবজ্জীবন কারাবাস হয়ে যায়। অমিত দত্ত কি এবার পারবেন বিশ্বাস ঘাতকতার প্রতিশোধ নিতে?
উত্তর জানতে দেখতে হবে পরতে পরতে রোমহর্ষক রহস্যের উন্মোচন।
অপ্রকাশিত- প্রেক্ষাগৃহে চলছে।
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.