নেটফ্লিক্সে আগামী ১০ অক্টোবর প্রিমিয়ার হতে চলেছে এই মহাকাব্যিক অ্যানিমেটেড সিরিজ,যা মহাভারতের নৈতিক দ্বন্দ্বকে তুলে ধরে ১৮ জন যোদ্ধার চোখে – যেখানে প্রত্যেকেই তাঁদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মুখোমুখি হন।
কলকাতা, অক্টোবর ২০২৫: কলকাতার গর্ব হাইটেক অ্যানিমেশন স্টুডিও, গর্বের সঙ্গে ঘোষণা করছে তাদের বহু প্রতীক্ষিত অ্যানিমেটেড সিরিজ ‘কুরুক্ষেত্র’- এর গ্লোবাল প্রিমিয়ার, যা নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে ১০ অক্টোবর ২০২৫ -এ।
এই মুহূর্তটি স্টুডিওর জন্য এক ঐতিহাসিক এবং তাৎপর্যপূর্ণ সাফল্য, যা বহু বছরের সৃজনশীলতা এবং দলগত প্রচেষ্টার প্রতিফলন। আসন্ন এই সিরিজটি হাইটেক অ্যানিমেশনের সেই লক্ষ্যকে আরো দৃঢ় করে- যেখানে ভারতীয় গল্পগুলোকে বিশ্বমানের অ্যানিমেশন ও স্টোরি ট্রেলিং এর মাধ্যমে আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছে দেয়া হয়।
‘কুরুক্ষেত্র’ ভারতের অন্যতম শ্রেষ্ঠ মহাকাব্যকে এক নতুন আঙ্গিকে,আধুনিক প্রজন্মের জন্য নতুনভাবে উপস্থাপন করছে। এই সিরিজটি নেটফ্লিক্সে ১৯০ টি দেশে স্ট্রিম হবে,যেখানে থাকবে একাধিক ভারতীয় ও আন্তর্জাতিক ভাষায় ডাবিং। পাশাপাশি থাকবে ৩৪টি ভাষায় সাবটাইটেল এবং দৃষ্টিহীন দর্শকদের জন্য হিন্দি অডিও ডেসক্রিপশন ট্র্যাক।
হাইটেক অ্যানিমেশন আন্তরিক ধন্যবাদ জানিয়েছে টিপিং পয়েন্ট (স্টার স্টুডিও ১৮ – এর ডিজিটাল কনটেন্ট বিভাগ)- কে, তাঁদের অমূল্য সৃজনশীল সহযোগিতা ও সমর্থনের জন্য।


এই আন্তর্জাতিক মুক্তির মাধ্যমে হাইটেক অ্যানিমেশন আবারও প্রমাণ করলো যে,কলকাতা এখন গ্লোবাল মানের অ্যানিমেশন ভিএফএক্স ও ডিজিটাল কনটেন্ট প্রোডাকশনের এক দ্রুত বর্ধনশীল কেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করেছে।
রেশমি বি চৌধুরী
ফোন + ৯১ ৮৯১০৫৯৮৩২৮
প্রতিনিধি, হাইটেক অ্যানিমেশন স্টুডিও
‘কুরুক্ষেত্র’ প্রিমিয়ার হবে ১০ অক্টোবর শুধুমাত্র নেটফ্লিক্সে।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.