নিজস্ব প্রতিনিধি : নিউটাউন, ৮ সেপ্টেম্বর, ২০২৪। নিউটাউন বিশ্ব বাংলা মোড়ের কাছে সি বি ব্লকে তৃতীয়বর্ষ স্বেচ্ছা রক্তদান শিবির এবং স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজিত হলো। পরিচালনায়-নিউটাউন-১সিএ টু বিডি ব্লক রেসিডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন। সহযোগিতায়- সেন্ট্রাল ব্ল্যাড ব্যাংক এর (মোবাইলভ্যান) সাথে এপোলো হসপিটাল। রবিবার স্বল্পমূল্যে রক্ত পরীক্ষায় সাহায্যের হাত বাড়িয়ে দেয় নিউটাউনের ডাঃ লাল প্যাথ ল্যাব (সি বি ব্লক)। এদিন সাধারণ স্বাস্থ্যের পরীক্ষা সহ রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

পুরুষ এবং মহিলা মিলিয়ে প্রায় ৫০জন স্বেচ্ছা রক্তদাতা মোবাইল রক্তদান শিবিরে রক্তদান করেন। সেইসাথে উপস্থিত রক্তদাতাদের বিশেষজ্ঞ চিকিৎসকগণ স্বাস্থ্য পরীক্ষা করেন। সমগ্ৰ স্বাস্থ্য শিবিরটি সুচারুভাবে পরিচালনা করেন ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক অভিজিৎ সেনগুপ্ত। এই স্বাস্থ্য শিবিরে ডাঃ লাল প্যাথ ল্যাব স্বল্পমূল্যে রক্ত পরীক্ষার ব্যবস্থা করেন। স্বাস্থ্য শিবিরে সংস্থার সভাপতি শ্রীকুমার গুপ্ত বলেন আমরা এই স্বাস্থ্য শিবির টি সদস্য এবং সাধারণ মানুষের কথা ভেবে আয়োজন করেছি।

দুর্গাপুজো সহ সারাবছর ধরে অন্যান্য অনুষ্ঠান যেমন আয়োজন করি সেইসাথে মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনীয়তা অনুভব করে রক্তদান শিবির সহ স্বাস্থ্য শিবিরের আয়োজন করি। 


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.