গত 12 ই মে আন্তর্জাতিক মাতৃ দিবস উপলক্ষে এস এম মিউজিক্যাল ট্রুপের ইউটিউব চ্যানেল থেকে একটি গান প্রকাশ পায়। গানের অ্যালবামের নাম “মা নেই”। গানটির প্রডিউসার এস এম মিউজিক্যাল ট্রুপের কর্নধার শশধর মন্ডল। সঙ্গীতশিল্পী নীলাঞ্জনা তার স্বর্গ গত মাকে স্মরণ করে ও শ্রদ্ধার্ঘ্য জানিয়ে গানটি গেয়েছেন। গানটি লিখেছেন বিশিষ্ট গীতিকার অনিল মাইতি ও সুর করেছেন স্বর্ণ যুগের প্রখ্যাত সুরকার দীপঙ্কর চট্টোপাধ্যায়। পন্ডিত অংশুমালি পালের সঙ্গীতায়োজনে এস পি স্টুডিও তে গানটির রেকর্ড ও পি এম প্রোডাকশন স্টুডিওতে গানটির ভিডিও হয়। কথায় কথায় সঙ্গীতশিল্পী নীলাঞ্জনা বলেন মাত্র পাঁচ বছর বয়সে মাকে হারিয়েছেন তিনি। মাকে শেষ দেখাও তিনি দেখতে পান নি। ছোট্ট নীলাঞ্জনা যখন তার বাবার কাছে মায়ের ছবি দেখার জন্য বায়না করতো তার বাবা বলতেন মায়ের কোন ছবি নেই। মা মারা যাবে জানলে অবশ্যই ছবি তুলে রাখতো। তাই সেই পাঁচ বছর বয়স থেকে আজকের চল্লিশোর্ধ নীলাঞ্জনার যখনই মন খারাপ হয় সে আপন মনে আকাশের দিকে তাকিয়ে কল্পনার রঙ তুলি দিয়ে মায়ের ছবি আঁকে আর বেদনার্ত গলায় গাইতে থাকে ” মা নেই, মা নেই, আমি একা শুধু একা”।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.