বিভিন্ন সমাজিক কর্মসূচির সাথে যুক্ত আশ্রয় সোশ্যাল ওয়েলফেয়ার এন্ড কালচার ফাউন্ডেশনের পক্ষ থেকে ৮ই মার্চ ২০২৫ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল “বেঙ্গল ওমেন্স এনকারেজমেন্ট অ্যাওয়ার্ড ২০২৫”। বিভিন্ন পেশা থেকে আসা ১০ জন ব‍্যতিক্রমি মহিলাকে সংবর্ধনা দেওয়া হয় যারা নিজেদের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।


বর্তমানে নারীরা অনেক ক্ষেত্রে প্রতিষ্ঠিত হলেও আজও নারী নির্যাতন ,ধর্ষণ ও নির্মম হত্যা ইত্যাদি ঘটনার প্রতিফলন দেখা যায় সমাজে এরই প্রতিবাদে কর্মক্ষেত্রে নারী সুরক্ষার বিয়টিতে আলোক পাত করতে এরূপ ভাবনায় ‘আশ্রয় ‘ স্বেচ্ছাসেবী সংস্থার কর্নধার আইনজীবী শান্তনু সিনহার বিশেষ উদ্যোগেই আয়োজিত এই অনুষ্ঠান | এই উদ্যোগ কে সাধুবাদ জানাতে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যে পরিবহনমন্ত্রী স্নেহাশিষ চক্রবর্ত্তী , পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপার্সেন তুলিকা দাস , আই পিএস শান্তি দাস , অ্যাডভোকেট প্রসূন কুমার দত্ত , বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী ভাস্বতী দও ও সমাজকর্মী নন্দিনী ভট্টাচার্য। এই মঞ্চ থেকে যারা সম্মানিত হলেন তারা হলেন সমাজকর্মী মহাশ্বেতা মুখার্জি, আইনজীবী দেবযানী ঘোষ, সাংবাদিক দেবশ্রী মুখার্জি , অ্যাসিড সারভাইভার ঝুমা সাঁত্রা , গার্গী পোদ্দার , স্বপ্না সাহা, সমতা সাহা কর , সঙ্গীতা মোদক , শিল্পা মুখার্জী সহ অন্যান্যরা। অনুষ্ঠান থেকে সংস্থার কর্ণধার ও আইনজীবী শান্তনু সিনহা বক্তব‍্যে জানান যে, ৫০ তম আন্তর্জাতিক নারী দিবস আমরা পালন করলেও আমরা আজও সমাজে নারী সুরক্ষা প্রদানে কিছুটা হলেও পিছিয়ে | তাই তিনি তার সংস্থার মাধ্যমে এই দিনটিকে বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন পেশার সাথে যুক্ত মহিলাদের সম্মান প্রদান করে নারী সুরক্ষার বিষয়টি সমাজের আয়নায় তুলে ধরার চেষ্টা করেছেন যার মাধ্যমে এই সম্মান আগামী দিনে সকল মহিলাদের উৎসাহিত করবে তাদের নিজেদেরকে সমাজে সাবলম্বী ও প্রতিষ্ঠিত করতে


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.