ডঃ অরুণ চট্টোপাধ্যায়ের গল্প অবলম্বনে ও নির্মাল্য বিশ্বাসের চিত্রনাট্য ও পরিচালনায় শ্যুটিং শেষ হল ‘অজানা আতঙ্ক’র।

এই টেলিফিল্মে দেখা যায় মাঠপাড়ার জঙ্গলে অজানা পোকার আবির্ভাবে জনমানসে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশের বড়বাবু অধিরথ সামন্ত রহস্যের সমাধান করতে না পেরে ডালু গোয়েন্দার সাহায্য চান। ডালু গোয়েন্দার সহায়তায় হাড় হিম করা এডভেঞ্চারের মধ্যে দিয়ে পোকা রহস্যের সমাধান হয়।

ডালু গোয়েন্দার চরিত্রাভিনেতা অমিত ঘোষ, বড়বাবু ঋষি ভট্টাচার্য। অন্যান্য চরিত্রে রয়েছেন রাজকুমার ঘোষ, শতরূপা মুখার্জী, সুব্রত নন্দী, দিলীপ ঘোষ, দুলাল সুর, ঋষভ ঘোষ, দিব্যেন্দু নাথ, মানিক ঘোষ। রূপসজ্জায় সন্তু দাস।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.