বউবাজার বস্তা পট্টিতে আজ 04/09/2024 সকাল ৯টা থেকে হয়ে গেল এক বিশাল ব্লাড ডোনেশন ও হেলথ চেকআপ ক্যাম্প, আয়োজক ছিল বউবাজার সাউ সম্প্রদায় সহযোগিতা করেছে লায়েন্স ক্লাব কলকাতা নর্থ সিটি ও মেডিকেল টিম নিয়ে এসেছে ফ্যামিলি প্ল্যানিং ইন্ডিয়া অ্যাসোসিয়েশন শুভ গনেশ পূজার উপলক্ষে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বিশেষ অতিথির রূপে কাউন্সিলর বিশ্বরূপ দেয় ও বিধায়িকা নয়না বন্দ্যোপাধ্যায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের কর্ম সূচি অনুযায়ী হেল চেকআপ ক্যাম্পে উপস্থিত ছিল গাইনি ডক্টর, জেনারেল ফিজিশিয়ান, ব্লাড সুগার টেস্ট ফ্রি, প্রেসার চেকআপ ও সম্পূর্ণ বিনামূল্যে মেডিসিন বিতরণ হয়েছিল। অপরদিকে ব্লাড ডোনেশন করেছে প্রায় দেড়শ জন। সন্ধ্যাতে শুভ গনেশ পূজা উদ্বোধন হলো।
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.