৪৭ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা শুরু হয়েছে ১৮ জানুয়ারি থেকে। এই বছর কলকাতা বইমেলা উপলক্ষ্যে সুমিত্রা প্রকাশনী বের করেছে নয়টি নতুন বই। প্রকাশনীর পক্ষে অপূর্ব গঙ্গোপাধ্যায় জানালেন, নয়টি বইয়ের মধ্যে কবিতার বই আছে চারটি। ঋত্বিক ঘটকের ছায়াছবির ছায়া অবলম্বনে ‘ঘুমিয়েছো তিতাস’ লিখেছেন ত্রিদীপ কুমার মৃধা, জয়ন্ত দে তারক লিখেছেন ‘জিরাফ কিন্তু সবই দেখে’, ‘অন্তর-দেখা আয়না’ ও ‘যূথচর’। দেশভাগের যন্ত্রণা নিয়ে ‘জুঁই শাপলা পদ্ম আর হারানো ভিটে’ নামে স্মৃতিকথা লিখেছেন অজয় গুপ্ত, পরিচিত ও অপরিচিত ব্যক্তিদের স্মৃতি নিয়ে ‘স্মরণে মননে’ লিখেছেন অপূর্ব গঙ্গোপাধ্যায়, কলকাতার ইতিহাস গল্পের ছলে বর্ণনা করেছেন সুতীর্থ দাশ তাঁর ‘তিলোত্তমার গর্ভজাত ‘ বইয়ে, জীবজগতের অন্য প্রাণীরাও হাসে’ লিখেছেন তপন কুমার গঙ্গোপাধ্যায়, ইংরেজি বই হলেও খুব সহজ ইংরেজিতে ত্রিদীপ কুমার মৃধার বই ‘সায়েন্স রিলেটস গড’। এইদিন স্টলে উপস্থিত ছিল সুমিত্রা প্রকাশনীর কর্ণধার অপূর্ব গঙ্গোপাধ্যায় , বিশিষ্ট শিল্পী সায়ান রায় , বৈদেহী পোদ্দার, ও বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী |


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.