মঙ্গলবার সকালে দক্ষিণ কোলকাতার গোল্ডেন গ্রো গার্ডেনে বিনোদন সংস্থা কিংস এন্টারটেইনমেন্টের উদ্যোগে হোলি উপলক্ষে আয়োজিত হলো হোলি উৎসব অফ কিংস ম্যানিয়া ২০২৩। হোলির প্রেক্ষাপটে ঋতু বন্দনায় বসন্তোৎসব পালনে বাংলা টিভি ও চলচ্চিত্র জগতের বহু শিল্পী ও কলাকুশলীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
উপস্থিত ছিলেন অভিনেতা রাজেশ শর্মা, তনুশ্রী চক্রবর্তী, সায়ক চক্রবর্তী, অনন্যা গুহ, অলকানন্দা গুহ, মানসী সেনগুপ্ত, কৌশিক চক্রবর্তী, জয় বদলানী , রানা মিত্র, ঈশান মজুমদার , সুমনা দাস , সুস্মিতা, চন্দ্রানী দাস, ইন্দ্রাণী ঘোষ, তনুশ্রী গোস্বামী, পার্থসারথি, জ্যাক , স্যান্ডি সাহা, দেবরাজ মুখার্জি প্রমুখ।
পরিচালক ও কলাকুশলীদের মধ্যে ছিলেন - অভিজিৎ গুহ , প্রেমেন্দু বিকাশ চাকী, শিলাদিত্য মৌলিক, পথিকৃত বাসু, পার্থসারথি জোয়ারদার, অনিন্দ্য সরকার জন প্রমুখ।রঙের উৎসব মুখরিত হয়ে ওঠে নাচ গান ও অবশ্যই ভুরিভোজের মধ্য দিয়ে।
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.