গোপাল দেবনাথ : কলকাতা, ১৮ আগস্ট ২০২৪। রাধা কৃষ্ণের ঝুলন মহোৎসব সারা বিশ্বের সাথে পালিত হচ্ছে কলকাতার কৃষ্ণপুরে। আয়োজনে কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব। সেইসাথে ক্লাবের পক্ষ থেকে বিশাল মেলার আয়োজন করেছে। একদিকে রাধা কৃষ্ণের ঝুলন দর্শনে ভক্তরা মুগ্ধ তার সাথে সুস্বাদু প্রসাদ গ্রহণ। অন্যদিকে মঞ্চে আয়োজিত হয় অশোকরাজ এক ব্যায়াম মন্দির এর উদ্যোগে অশোক ক্ল্যাসিক এন্ড হ্যান্ডস অফ স্টিল। আয়োজনে পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাব। এই ক্লাব বহু বছর ধরে এই মেলার আয়োজন করে আসছে।

এদিন স্পোটিং ক্লাবের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি বরিষ্ঠ সাংবাদিক গোপাল দেবনাথ এবং রাষ্ট্রপতির হাত থেকে বীর চক্র পুরস্কারপ্রাপ্ত বিমল কুমার চন্দ কে সম্মানিত করেন ক্লাব সম্পাদক তাপস প্রামানিক সাথে ছিলেন অশোক আখড়া এক ব্যায়াম মন্দিরের কর্ণধার বলিউড অভিনেতা ও স্পোর্টস পার্সন অশোকরাজ বারুই। ক্লাবের অন্যান্য সদস্যদের মধ্যে হাজির ছিলেন বিশ্বজিৎ মন্ডল, সনাতন মন্ডল এবং বলরাম মন্ডল। সান্ধ্যকালীন অনুষ্ঠানে অশোকরাজ আয়োজন করে পুশ আপ, স্কোয়াটস, আর্ম রেস্টলিং, বাইসেপ কার্ল, বডি বিল্ডিং এবং পুরুষদের দেহসৌষ্ঠব প্রদর্শনী। সর্বমোট ৩৫ জন প্রতিযোগী এদিনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অশোকরাজ এক ব্যায়াম মন্দিরের পক্ষ থেকে প্রধান অতিথি গোপাল দেবনাথ এবং বিশিষ্ট অতিথি বিমল কুমার চন্দ কে উত্তরীয় দিয়ে বরণ করে স্মারক তুলে দেওয়া হয়। প্রবীণ সাংবাদিক সুজিৎ চট্টোপাধ্যায় এবং চিত্রসংবাদিক রাজেন বিশ্বাস কে দুই সংস্থার পক্ষ থেকে উত্তরীয় এবং ট্রফি দিয়ে বরণ করে নেওয়া হয়। আর্ম রেস্টলিং এবং বডি শো অনুষ্ঠান শেষ হওয়ার পর আমিশারাজ যোগা গ্লাস ব্যালেন্স এবং আর্টিস্টিক প্রদর্শন করে সকলের হৃদয় জয় করে নেয়।

জিমন্যাস্টিক প্রদর্শন করে আয়েশারাজ এবং বডি শো এবং ফিটনেস প্রদর্শন করে তাক লাগিয়ে দেয় অমররাজ। অনুষ্ঠানের সার্বিক সহায়তায় মহেশ্বরী বারুই, সুরজ জয়সোয়াল, দৈপায়ন ঘোষ, সমর্পিতা ঘোষ এবং অভীক ঘোষ। আর্ম রেস্টলিং এ চ্যাম্পিয়ন হয় পার্থিব সাহা রায়, বাইসেপ কার্ল এ নবজিৎ ঘোষ, পুশআপ এ মহাফুজ রহমান, মেনস ফিজিক এ দীপঙ্কর সরদার, বডি বিল্ডিং এ দেব কুন্ডু এবং স্কোয়াটস এ রাজ বীর। এদিনের সেরার সেরা চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স খেতাব জিতে নেন দেবকুমার কুন্ডু। পুরস্কৃতদের মেডেল ও ট্রফি দিয়ে সন্মান জানান অনুষ্ঠানের প্রধান অতিথি গোপাল দেবনাথ এবং বিশেষ অতিথি বিমল কুমার চন্দ। সমগ্ৰ অনুষ্ঠানটি সঞ্চালনা এবং পরিচালনা করেন অশোকরাজ বারুই। ঝুলন মেলা উপলক্ষে আগত দর্শকগণ অশোকরাজ এক ব্যায়াম মন্দিরের আয়োজনে সমগ্ৰ অনুষ্ঠানটি উপভোগ করেন।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.