দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে কৃষ্ণেন্দু ও রিনা ব্রাউনের অবিস্মরণীয় প্রেমের উপন্যাস সপ্তপদী রচনা করেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। পরবর্তীকালে ১৯৬১ সালে বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক অজয় কর পরিচালনা করেন সপ্তপদী।

অভিনয় করেছিলেন মহানায়ক উত্তম কুমার ও সুচিত্রা সেন। এই বছর মহানায়ক উত্তম কুমারের প্রাক জন্মশতবর্ষ এবং বিশিষ্ট পরিচালক অজয় করে জন্ম শতবর্ষে শ্রদ্ধা জানিয়ে নাট্যশাস্ত্রম নিবেদিত ট্রাইকালার প্রোডাকশন প্রযোজিত নাটক সপ্তপদী। অনুষ্ঠিত হবে আগামী ১৩ ই এপ্রিল ২০২৫ একাডেমি অফ ফাইন আর্টসে। নাটকটিতে অভিনয় করছেন দুলাল লাহিড়ী, দোলন রায়,নদী রায়, অর্পিতা কাজী, অঙ্কন ধর,কৌশিক ভট্টাচার্য্য ,
অর্পিতা নন্দী ,প্রসূন ভট্টাচার্য্য ,সৈকত গাঙ্গুলী,সুমন দাস, অমিত বিশ্বাস ও অর্পণ ভট্টাচার্য্য ।

রিনা ব্রাউনের ভূমিকায় পায়েল সরকার এবং কৃষ্ণেন্দুর ভূমিকায় দীপ ভট্টাচার্য্য।

নাটকটি পরিচালনা করেছেন বিশিষ্ট নাট্যকার মাননীয় শ্রী উজ্জ্বল চট্টোপাধ্যায়।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.