নিঃসঃ—– 5 ই মার্চ বিজয় গড়ে দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে খুন হন ক্যাব চালক জয়ন্ত সেন।তারপর কেটে গেছে ষোলটা দিন। আজ পর্যন্ত খুনিদের কাউকেই গ্রেফতার করতে পারেনি যাদবপুর থানার পুলিশ। আজ 20 শে মার্চ জয়ন্ত সেনের খুনিদের গ্রেফতারের দাবিতে পশ্চিমবঙ্গ প্রাইভেট ট্রান্সপোর্ট শ্রমিক সংঘ (BMS )এর ছত্রছায়ায় থাকা একশো জনেরও বেশি সদস্য রাজ্য সভাপতি বিশ্বরঞ্জন দত্ত ও রাজ্য সম্পাদক বিপ্লব দত্ত রায়,ও জয়ন্ত সেনের ভাই প্রশান্ত সেনের নেতৃত্বে গল্ফগ্রীণ দুরদর্শন অফিসের সামনে থেকে বিরাট মিছিল নিয়ে যাদবপুর থানায় আসে। সেখানে তাঁরা থানার সামনে বিক্ষোভ দেখালেন। এরপর তিনজনের এক প্রতিনিধি দল থানার ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে দেখা করেন এবং জয়ন্ত সেনের খুনিদের গ্রেফতারের দাবিতে ডেপুটেশন জমা দেন। ডেপুটেশন জমার পর সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সাংবাদিকদের জানান যে থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাঁদের আশ্বাস দিয়েছেন যে আগামী পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই আসল অপরাধীদের গ্রেফতারের ব্যবস্থা করবেন। এই ব্যাপারে শ্রমিক সংগঠণের সভাপতি বিশ্বরঞ্জন দত্ত বলেন যে যদি নির্দিষ্ট সময়ের মধ্যে খুনিদের গ্রেফতার না করা হয় তাহলে আগামীতে তাঁরা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন।তাঁদের সাফ কথা যতদিন পর্যন্ত না আসল খুনিদের গ্রেফতার করা না হচ্ছে ততদিন পর্যন্ত তাঁদের আন্দোলন চলবে।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.