
।.
হুগলীর চন্দননগর বিখ্যাত হৈমন্তিকার আরাধনার জন্যই। সেই শহরেই এমবেলিশ ইভেন্ট গ্যালারীর পক্ষ থেকে MSME ব্যবসায়ীদের জন্য প্রথমবার আয়োজন করা হয়েছে এক বাণিজ্য সম্মেলন ও মেলা ।

পোশাকি নাম “নবকল্প”। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৮০ জন ব্যবসায়ী এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন। রয়েছেন ভুবনেশ্বর থেকে আগত ব্যবসায়ীও। শহরের প্রাণকেন্দ্র বাগবাজারের স্বাগতম হলে অনুষ্ঠিত হচ্ছে এই মেলা।

এখানে যেমন রয়েছে পুরুষ ও মহিলাদের নানা ধরনের পোশাক , তেমনই রয়েছে বিভিন্ন শৌখিন দ্রব্যের সম্ভার। গত ৪ঠা এপ্রিল মেলার উদ্বোধন করেন প্রখ্যাত বর্ষীয়ান অভিনেতা শঙ্কর চক্রবর্তী। মেলা চলবে আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত। এই কর্মযজ্ঞের উদ্যোক্তা এমবেলিশ এর কর্ণধারদ্বয় শ্রীমতি শমিনী নাথ (বকসী) ও শ্রী সায়ন্তন বকসী জানান, “মূলত ক্ষুদ্র ব্যবসায়ীদের ব্যবসা বৃদ্ধি করার জন্য পদ্ধতি বিশ্লেষণ এবং তাদের ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটানোই আমাদের মূল উদ্দেশ্য। ছোট ব্যবসাও যাতে কর্পোরেট হতে পারে, সেটা নিশ্চিৎ করাই আমাদের লক্ষ্য।” আগত ব্যবসায়ীরাও জানান উদ্যোক্তাদের পক্ষ থেকে যথেষ্ট সহযোগিতা করা হচ্ছে এবং ক্রেতাদেরও ভালোই সাড়া মিলছে এখানে। এই মেলায় উপস্থিত ছিলেন প্রখ্যাত রেডিও জকি আরজে সায়ন।
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.