সুমিত্রা প্রকাশনীর আয়োজনে আগামী ২৪ আগস্ট কলকাতার চারুবাসনায় চারটি কাব্যগ্রন্থের আনুষ্ঠানিক পরিবেশন হবে।

সঙ্গে রয়েছে একটি মনোজ্ঞ আলোচনা, বিষয় এই মুহূর্তের বাংলা কবিতা। আলোচনা করবেন এখনকার তিন বিশিষ্ট কবি অদিতি বসুরায়, অনির্বাণ দাশগুপ্ত ও জয়ন্ত দে তারক। এদিন জয়ন্ত-র সদ্য প্রকাশিত চারটি কবিতার বইও পরিবেশিত হবে।


বাগডোগরা র মতো প্রত্যন্ত এলাকা, যেখানে মূলত ডিফেন্স, এয়ারফোর্স ইত্যাদি কেন্দ্রীয় সংস্থার ভিন্ন ভাষা ভাষী মানুষের বাস, বিস্তীর্ণ এলাকার মাঝে একটি মাত্র বাংলা স্কুল, সেখানেই জয়ন্ত-র বেড়ে ওঠা।
পারিবারিক পরিসরে ও সাহিত্য চর্চা র প্রাধান্য ছিল না।
বন্ধু সঙ্গ বাদ দিয়ে ছোটো ছোটো কবিতা লেখার প্রচেষ্টা দিয়ে সাহিত্যচর্চার শুরু। এরই মাঝে শিল্পকলার প্রতি আগ্রহ প্রকাশ পেতে থাকে, কখনও তবলার লহরীতে ডুব দিয়েছেন, একটা সময় নাটক ও প্রবল ভাবে আকর্ষণ করেছে কবি মনকে, মহড়া, নির্দেশনা, আলোক বা স্বরের প্রক্ষেপণসহ অভিনয় নাটকের প্রতিটি স্রোতকেই আত্মস্থ করার চেষ্টা করেছেন নিষ্ঠার সঙ্গে। কিন্ত কবিতার চর্চায় ঘাটতি পড়েনি কখনও। এছাড়া এদিন বিভিন্ন শিল্পীর গান, নাচ ও কবিতা আবৃত্তি রয়েছে।


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.