জনপ্রিয় অভিনেত্রীর পরনে তার ডিজাইন করা শাড়ির রেপ্লিকা পরিয়ে কোন রকম ডিজাইন কার্টেসি না দিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যম গুলিতে বিজ্ঞাপনের প্রচার করছে অন্য আর একটি ফ্যাশন ব্র্যান্ড, হঠাৎ করেই সোশ্যাল মিডিয়া দেখতে দেখতে বিষয় টি নজরে আসে কলকাতার জনপ্রিয় ফ্যাশন ডিজাইনার শ্রীমতি ইরানী মিত্রের। তার ব্র্যান্ডের পোশাক এর আগেও বহুবার কপি হয়েছে বলে জানান ডিজাইনার নিজেই। বিশ্বের বিভিন্ন প্রান্তে তার সৃষ্টি কে কপি করার প্রবণতা দেখে তিনি খুশীই হন এই ভেবে যে তার সৃষ্টি কে ফ্যাশন ডিজাইনার রাও যথেষ্ট কদর করছেন।তবে কেন কপি করেও ক্রেডিট টা তারা দিচ্ছেন না সেটা
ভেবে মনে মনে কষ্টও পান।খুব সম্রতি ঘটে যাওয়া এরকম একটি তার ডিজাইনার কপি হওয়ার ঘটনা চোখের সামনে আসতেই বিষয়টি নিয়ে মুখ খোলেন ইরানী মিত্র। তিনি জানান,2008 সালে প্রথমবার তিনি ইন্দো ওয়েস্টার্ন শাড়ি মার্কেটে লঞ্চ করেন আর গতবছর একটি বহুল জনপ্রিয় বাংলা ম্যাগাজিনে তার ডিজাইন করা ব্ল্যাক এন্ড রেড কম্বিনেশনের ফ্লোরাল ইন্দো ওয়েস্টার্ন এই শাড়ির বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল। আর তার অল্প কিছুদিন পরে রাজধানীতে আয়োজিত এশিয়ান ইন্টারন্যাশনাল ফ্যাশন উইকে এই শাড়ির সিরিজ লঞ্চ করেন ডিজাইনার ইরানী মিত্র। তার সৃষ্টি তার ক্রিয়েটিভ ডিজাইনের সেই শাড়ির রেপ্লিকা তৈরি করে অন্য একটি ব্র্যান্ড বর্তমানে জনপ্রিয় অভিনেত্রী কে দিয়ে বিজ্ঞাপন করাচ্ছে কোনো ইরানী মিত্র ব্র্যান্ড কে কোনো রকম ক্রেডিট না দিয়েই। বিষয় টি অবাক করেছে ফ্যাশন ডিজাইনার ইরানী মিত্র কে।
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.