৬৭ টা মেয়ে পর পর রিজেক্ট করেছে ভালো ছেলে সূর্যকে। কারণ ওর এক এবং অদ্বিতীয় ব্যাচেলর থাকতে চাওয়া বন্ধু শাওন। এতগুলো রিজেকশন এর পর একটাই মেয়ে জুটেছিল সূর্যর কপালে। মিষ্টি দেখতে, ফ্যামিলি ভালো। জাস্ট সব হবো হবো করছে ঠিক সেই মুহূর্তে শাওন পড়ে গেল প্রেমে।

এই বিয়েটাও কি ঘাঁটবে! সূর্যর কপালে আর কোনো মেয়ে কি জুটবে!? শাওন আর হিয়ার প্রেমটা কি হয়ে উঠবে আদতেও!?

সব প্রশ্নের উত্তর নিয়ে আগামী ২০জুন আসছে
Klikk OTT প্ল্যাটফর্ম এর আগামী নিবেদন.

আট থেকে আশি- সবার জন্যে হাসি, মজার সিরিজ- Wরং মিলান্তি!

কাহিনী, চিত্রনাট্য এবং পরিচালনা– শুভাঞ্জন বসু
সৃজনশীল পরিচালনা– জয়দীপ ব্যানার্জি
প্রযোজনা – ফিল্মস অ্যান্ড ফ্রেমস
অভিনয়ে
সন্দীপ ভট্টাচার্য, সবুজ বর্ধন, দুর্বার শর্মা, পিয়া দেবনাথ, দিশা ভট্টাচার্য, উজ্জয়িনী দেব
চিত্রগ্রাহক– ঋতম ঘোষাল
মুখ্য সহকারী পরিচালক– অন্তিম
আবহ সংগীত– প্রাঞ্জল দাস
কন্ঠ শিল্পী– কাজল চ্যাটার্জি ও আলাপ বোস
সম্পাদক– পীযূষ ঘোষ
পোশাক– রঞ্জনা গাঙ্গুলি
সাজ সজ্জা– সুইটি দাস
গনমাধ্যম প্রচার – রানা বসু ঠাকুর


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.