নিজস্ব প্রতিনিধি ,
গত সোমবার সন্ধেবেলায় জার্মানির আউশবার্গে নেতাজি কন্যা অনিতা বসু পাফ কে ‘ভারত গৌরব সম্মান’ প্রদান করা হলো। এর পাশাপাশি বাংলার শাড়ি সহ নানান উপহার তুলে দেয় ‘অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরাম’ কর্তৃপক্ষ ।এই সম্মান পেয়ে আপ্লূত নেতাজি কন্যা। তিনি অধ্যাপনার সাথে দীর্ঘদিন যুক্ত ছিলেন। সূদুর ভারত তথা তাঁর পিতৃভূমি পশ্চিমবাংলা থেকে জার্মানিতে এসে তাঁকে সংবর্ধনা দিল,তাতে তিনি চিরকৃতজ্ঞ বলে জানিয়েছেন । ‘অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরাম’ এর সাধারণ সম্পাদক তথা সুপ্রিম কোর্টের আইনজীবী জয়দীপ মুখার্জি জানান -” যে নেতাজি সারা ভারত তথা আপামর বাঙালির কাছে দেশনায়ক , সেই নেতাজির মেয়ে কে আমরা সম্মান জানাতে পেরে গর্বিত “।
জানা গেছে, জুন মাসের শেষের থেকে চলতি জুলাই মাসের প্রথম দিকে ৮ টি দেশের ভারতীয় দূতাবাসে নেতাজি সম্পর্কিত বই তুলে দেওয়া হয় এই সংগঠনের তরফে। ১৯৪২ সালে জার্মানিতে নেতাজি সুভাষ চন্দ্র বসু চার সপ্তাহ বয়সী অনিতা বসু পাফ কে রেখে সাবমেরিন করে দেশ ছাড়েন। জানা গেছে, ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর আমল থেকে জার্মানিতে বসবাসকারী নেতাজির পরিবার কে সাম্মানিক ভাতা দেওয়া হয় এবং এদেশে এলে রাস্ট্রীয় অতিথি হিসাবে সম্মান প্রদান করা হয়। উল্লেখ্য, নেতাজি গবেষক জয়দীপ মুখার্জি কে সম্প্রতি পূর্ব বর্ধমান জেলার কোগ্রামে পল্লিকবি কুমুদরঞ্জন মল্লিকের জন্মদিন উপলক্ষে কুমুদ সাহিত্য মেলায় ‘কুমুদ সাহিত্য রত্ন’ সম্মান দেওয়া হয়েছিল।
Discover more from SRB News Bangla
Subscribe to get the latest posts sent to your email.