বড় অস্থির এ সময়। তিলোত্তমা কোলকাতায় ডাক্তার “অভয়া”-র এমন মর্মান্তিক মৃত্যু, মেনে নেওয়া যায় না। সারা শহর জুড়ে চলছে প্রতিবাদ। ভারত সংস্কৃতি মন্ত্রকের সহায়তায় কলাক্ষেত্রমের পক্ষ থেকে ২৮শে আগস্ট জ্ঞান মঞ্চে পঞ্চকবির গানে “স্বদেশ চেতনা”- “মহামানবের সাগরতীরে” অনুষ্ঠিত হলো।

স্বাধীনতা সংগ্রামে সব গান কবিতা নাটক বিপ্লবীদের উদ্বুদ্ধ করেছিল স্বাধীনতার সেই সব দিনে ফিরে গেছিলাম যেন নৃত্য নির্মিতির মাধ্যমে। নৃত্য পরিচালনা ও পরিকল্পনায় ড: শুভাশিস ভট্টাচার্য ও শ্রীমতী সুস্মিতা ভট্টাচার্য। সঙ্কলন: ড: চন্দ্রমল্লী সেনগুপ্ত, ভাষ্যরচনা ও পাঠে মেঘনা নন্দী ও শুভদীপ চক্রবর্তী।
এই অনুষ্ঠানে অতিথি শিল্পী রূপে উপস্থিত ছিলেন
শ্রীমতী পলি গুহ, শ্রী কোহিনূর সেন বরাট, শ্রী অর্ণব বন্দ্যোপাধ্যায়, শ্রীমতী সুস্মিতা নন্দী, শ্রীমতি পারমিতা মৈত্র, শ্রী রাজীব সাহা ও শ্রীমতি মৌমিতা সাহা। তাঁদের নিবেদনে ছিল স্বদেশ চেতনার ভাবনা এবং অভয়ার জন্য ন্যায় বিচারের দাবি।


২৮ শে আগস্ট’২৪ জ্ঞান মঞ্চে সুস্থ সংস্কৃতির আবহে অভয়া শক্তির ন্যায় বিচারের প্রার্থনায় “আগুনের পরশমণি” গাইলেন সকলে। মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করলেন অভয়ার উদ্দেশ্যে । ছবি রাজেন বিশ্বাস

তারিখ : ২৮.০৮.২৪
সময় : ৬টা


Discover more from SRB News Bangla

Subscribe to get the latest posts sent to your email.